ad
ad

Breaking News

Tall people

লম্বা মানুষদের বড়ো বিপদ, কোন অসুখের আশঙ্কা, কী বলছে গবেষণা

লম্বা মানুষদের বড়ো বিপদ অপেক্ষা করছে। শুধুমাত্র উচ্চতা বেশি হওয়ার কারণে অন্যদের তুলনায় ক্যানসার হওয়ার আশঙ্কা বেশি রয়েছে।

Big danger of tall people, danger of any disease, what research says

Bangla Jago Desk,Mou basu: লম্বা মানুষদের বড়ো বিপদ অপেক্ষা করছে। শুধুমাত্র উচ্চতা বেশি হওয়ার কারণে অন্যদের তুলনায় ক্যানসার হওয়ার আশঙ্কা বেশি রয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ডের সাম্প্রতিক গবেষণা রিপোর্টে। গবেষণায় দেখা গেছে, লম্বা মানুষদের মধ্যে প্যানক্রিয়াস, লার্জ বাওয়েল, জরায়ু, প্রস্টেট, কিডনি, ত্বক ও ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। গবেষণায় দেখা গেছে, ১৭ রকমের ভিন্ন ধরনের ক্যানসার হওয়া নিয়ে গবেষণা হয়েছে।

[আরও পড়ুনঃ Parnashavarir Shaap: নতুন রহস্যের গল্প নিয়ে আসছে ‘পণর্শবরীর শাপ’ সিজন২

তাতে দেখা গেছে ১৭ রকমের মধ্যে ১৫ রকমের ক্যানসারে লম্বা মানুষদের আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। প্রতি ১০ সেন্টিমিটার উচ্চতা বেশি হলেই পুরুষদের মধ্যে বিশেষ করে ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়ে অন্তত ১৬%। গড় উচ্চতা (১৬৫ সেন্টিমিটার) বিশিষ্ট প্রতি ১০ হাজার মহিলার মধ্যে ৪৫ জন বছরে ক্যানসারে আক্রান্ত হন। সেখানে গড় উচ্চতা (১৭৫ সেন্টিমিটারের বেশি) বিশিষ্ট লম্বা উচ্চতার প্রতি ১০ হাজার মহিলার মধ্যে বছরে ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা ৫২।

পৃথক আরেকটি গবেষণায় দেখা গেছে ২৩ রকমের ভিন্ন ধরনের ক্যানসারের মধ্যে লম্বা মানুষদের মধ্যে ২২ রকমের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিজ্ঞানীদের একাংশ মনে করেন, কোষ তৈরি হওয়ার সময় যে জিনগত ক্ষতি হয় তার কারণে লম্বা মানুষদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

[আরও পড়ুনঃ Badlapur assault case: ‘বেটে কো পড়াও, বেটি কো বাঁচাও’, বদলাপুর কাণ্ডে কেন্দ্রের স্লোগান বদল বম্বে হাইকোর্টের

এছাড়াও শৈশবে উচ্চতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইনসুলিন-লাইক গ্রোথ ফ্যাক্টর ১ হরমোন। এই হরমোন প্রাপ্তবয়স্কদের শরীরেও কোষের বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হরমোনের নিঃসরণ বেশি হলে প্রস্টেট ও ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে বলে গবেষণায় দেখা গেছে।