ad
ad

Breaking News

Environmental News

আপনি সুস্থ আছেন তো? জানেন কেন ভারতে বার্ষিক মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে?

ভারতের মোট বার্ষিক মৃত্যুর ৩০% হয় জীবাশ্ম জ্বালানি বা সহজ কথায় জ্বালানি তেলের দহনের কারণে। পাশাপাশি, বিশ্বে জৈব জ্বালানির দহনে যেভাবে বাড়ছে বায়ুদূষণ, তাতে সর্বাধিক মৃত্যুসংখ্যা চিন ও ভারতে। রিপোর্টে জানা গেছে, জৈব জ্বালানির দহনে বার্ষিক প্রায় ৪.৭ লক্ষ মানুষ মারা যান উত্তরপ্রদেশে। পাশাপাশি বিহারে এহেন মৃতের সংখ্যা প্রায় ২.৮ লক্ষের কাছাকাছি।

do you Know why the annual death rate is increasing in India?

Bangla Jago Desk: যানবাহন থেকে নির্গত ধোঁয়া হোক বা কলকারখানার ধোঁয়া, ভারতের বায়ুদূষণের মাত্রা বৃদ্ধির নেপথ্যে রয়েছে একাধিক কারণ। তবে, গবেষণা এবং তার উপর ভিত্তি করে কিছু রিপোর্ট বলছে, ভারতে বার্ষিক মৃত্যুর ৩০ শতাংশই জীবাশ্ম জ্বালানির দহনের জন্য। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়, লেইচেস্টার বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সম্পন্ন হয় এঅ গবেষণা।

জানা যায়, ভারতের মোট বার্ষিক মৃত্যুর ৩০% হয় জীবাশ্ম জ্বালানি বা সহজ কথায় জ্বালানি তেলের দহনের কারণে। পাশাপাশি, বিশ্বে জৈব জ্বালানির দহনে যেভাবে বাড়ছে বায়ুদূষণ, তাতে সর্বাধিক মৃত্যুসংখ্যা চিন ও ভারতে। রিপোর্টে জানা গেছে, জৈব জ্বালানির দহনে বার্ষিক প্রায় ৪.৭ লক্ষ মানুষ মারা যান উত্তরপ্রদেশে। পাশাপাশি বিহারে এহেন মৃতের সংখ্যা প্রায় ২.৮ লক্ষের কাছাকাছি।

আন্তর্জাতিক সূত্রের খবর, বায়ুদূষণ কমানোর প্রচেষ্টার কারণে চিনে কমেছে বায়ুদূষণে মৃতের সংখ্যা। ২০১২ সালে মোট মৃতের ২১.৫%-এর মৃত্যু বায়ুদূষণে হলেও ২০১৮ সালে সংখ্যাটা নেমে হয় ১৮%। অন্যদিকে বেশকিছু আন্তর্জাতিক সংবাদপত্রের রিপোর্ট অনুসারে, উত্তর-পূর্ব আমেরিকা, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বায়ুদূষণের পরিমাণ মারাত্মক! তবে, বায়ুদূষণ কিভাবে কমানো সম্ভব সেই নিয়েই তৎপর হয়েছে সরকার।