ad
ad

Breaking News

NASA

পৃথিবীর বুকে বিশাল গহ্বরের খোঁজ মিলল নাসার উপগ্রহ চিত্রে, রয়েছে ভারতীয় সংযোগ, কী সেটা জানেন

জরাতের কচ্ছ জেলায় বিশাল গহ্বর লুনা ক্রেটারের খোঁজ মিলেছে। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার উপগ্রহ চিত্রে খোঁজ মিলেছে বিশাল গহ্বর।

A huge hole in the Earth's crust was found in NASA satellite images, there is an Indian connection, you know what

Bangla Jago Desk , Mou Basu : গুজরাতের কচ্ছ জেলায় বিশাল গহ্বর লুনা ক্রেটারের খোঁজ মিলেছে। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার উপগ্রহ চিত্রে খোঁজ মিলেছে বিশাল গহ্বর। নাসার ল্যান্ডস্যাট ৮ উপগ্রহ চিত্রে ধরা পড়ে বিশাল গহ্বর লুনার ক্রেটার। নাসার তরফে দাবি করা হয়েছে, উল্কা পতনের কারণেই এই বিশাল গহ্বরের সৃষ্টি হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে নাসার উপগ্রহ চিত্রে গুজরাতের কচ্ছ জেলায় বিশাল গহ্বরের খোঁজ মিলেছে। নাসার এক্স হ্যান্ডেলে পোস্টে লেখা হয়েছে, গুজরাতের কচ্ছ জেলায় বান্নি সমতল এলাকায় বিশাল গহ্বরের খোঁজ মিলেছে।

ভারতীয় বিজ্ঞানীদের করা সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, প্রায় ৪ হাজার বছর আগে পৃথিবীর বুকে উল্কা পতনের ফলেই লুনা ক্রেটার তৈরি হয়েছিল। নাসার বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বিজ্ঞানীদের সন্দেহ ছিল মহাকাশ থেকে উল্কাপিণ্ড পতনের ফলেই মাটিতে ওই বিশাল গহ্বরের সৃষ্টি হয়। ক্রেটারের ব্যাস ১.৮ কিমি। ২০২২ সালের মে মাসে নাসার বিজ্ঞানীরা ক্রেটারের ভেতর থেকে নমুনা সংগ্রহ করেন। সেই নমুনা পরীক্ষায় দেখা গেছে বিরল নানান রকম পাথরের টুকরো মিলেছে যা উল্কাপিণ্ড পতনের ফলেই হয়েছে। রেডিওকার্বন ডেটিং করে দেখা গেছে প্রায় ৬,৯০০ বছর আগে উল্কা পতনের ঘটনা ঘটে।