ad
ad

Breaking News

Kerala

খোঁজ মিলল ৬ হাজার বছর পুরোনো গুহার! কী দেখলেন বিজ্ঞানিরা?

সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০ মিটার উঁচুতে আম্বুকুট্টি মালা নামক জায়গায় রয়েছে ২টি গুহা

6 thousand year old cave found in Kerala! What did the scientists see?

Bangla Jago Desk : কেরালা হয়তো অনেকেই ঘুরে দেখেছেন। এই স্থানের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হল ওয়েনাড়। এই ওয়েনাড়ের প্রধান আকর্ষণ ৮ হাজার বছর পুরোনো এদাক্কাল গুহা। এই কথাটা হয়তো অনেকের অজানা ছিল।  তবে এবার সেখান থেকে পাওয়া গেল এক অদ্ভুত জিনিষ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০ মিটার উঁচুতে আম্বুকুট্টি মালা নামক জায়গায় রয়েছে ২টি গুহা। একটি গুহা ৯৬ ফুট লম্বা আর ২২ ফুট চওড়া আর অন্য গুহাটি ১৮ ফুট লম্বা আর ১২ ফুট চওড়া। মালায়লি ভাষায় এদাক্কাল মানে পাথরের মাঝখানে। ২টি গুহার মধ্যে একটা বিশাল পাথর আচ্ছাদন সৃষ্টি করেছে। সবচেয়ে অভিনব বৈশিষ্ট্য এই গুহার হল পাথরের গায়ে খোদাই করা নানান লেখাজোকা। ইতিহাসবিদদের মতে পাথরের গায়ে খোদাই করা লেখার আনুমানিক বয়স খ্রিষ্ট পূর্ব ৬ হাজার বছর পুরোনো। গুহা আবিষ্কার করেন ১৮৯০ সালে তৎকালীন মালাবার পুলিশের আধিকারিক ফ্রেড ফসেট।