কলকাতার খিদিরপুরে রয়েছে বাস্কুল ব্রিজ। এই সেতুর নীচ দিয়ে জাহাজ যাওয়ার সময় সেতু মাঝখানে ভাগ হয়ে গিয়ে জাহাজ চলাচলের উপযোগী হয়ে ওঠে। একইভাবে তামিলনাড়ুর পামবানে তৈরি হচ্ছে ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে সি ব্রিজ
২: পুরনো পামবান সেতু শতাব্দীপ্রাচীন। ১০৫ বছরের পুরনো পাৃবান সেতু ভারতীয় ভূখণ্ড আর তামিলনাড়ুর রামেশ্বরমের মধ্যে সংযোগ স্থাপন করত
৩: লোহার সেতুতে ক্ষয় হচ্ছিল মরচে পড়ে গিয়ে। সেজন্য ২০২২ সালে পুরোনো পামবান সেতু বাতিল করে দেয় প্রশাসন। আধুনিক সুবিধা ও প্রযুক্তিযুক্ত নতুন পামবান সেতু গড়ে তোলার পরিকল্পনা করে প্রশাসন
৫: ২.০৫ দীর্ঘ এই সেতুর ওপর দিয়ে দ্রুতগতিতে ট্রেন যেতে পারবে। ৫৩৫ কোটি টাকা ব্যয় এই সেতু নির্মাণ করেছে আরভিএনএল
৬: কমিশন অফ রেলওয়ে সেফটির ইনস্পেকশনের পর নয়া সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো