১) আন্দিজ পর্বতমালার কোলে ছবির মতো সাজানো সুন্দর শহর লা পাজ। এটা শুধু শহর নয় অ্যাডভেঞ্চারের আরেক নাম।
২) লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় অবস্থিত এই শহর বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত শহর বলে পরিচিত। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার উঁচু।
৩) লা পাজ শহরে যেতে হলে আপনাকে বিমানে নামতে হবে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে। এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত বিমানবন্দর।
৪) আন্দিজ পর্বতের কোলে এই শহরে পৌঁছনোর যানবাহন কিন্তু অভিনব। পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে পৌঁছোতে চাপতে হয় কেবল কারে।