ad
ad

Breaking News

highest city in the world

বিশ্বের সর্বোচ্চ শহর কোথায় রয়েছে, যাবেন নাকি

০১
Where is the highest city in the world? Should I go?

১) আন্দিজ পর্বতমালার কোলে ছবির মতো সাজানো সুন্দর শহর লা পাজ। এটা শুধু শহর নয় অ্যাডভেঞ্চারের আরেক নাম।

০২
Where is the highest city in the world? Should I go?

২) লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় অবস্থিত এই শহর বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত শহর বলে পরিচিত। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার উঁচু।

ad
০৩
Where is the highest city in the world? Should I go?

৩) লা পাজ শহরে যেতে হলে আপনাকে বিমানে নামতে হবে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে। এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত বিমানবন্দর।

০৪
Where is the highest city in the world? Should I go?

৪) আন্দিজ পর্বতের কোলে এই শহরে পৌঁছনোর যানবাহন কিন্তু অভিনব। পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে পৌঁছোতে চাপতে হয় কেবল কারে।

০৫
Where is the highest city in the world? Should I go?

৫) সাংস্কৃতিক দিক থেকে খুবই জনপ্রিয় শহর লা পাজ। উৎসব থেকে খাওয়াদাওয়া সবেতেই দেখা যায় আয়মারা ও কুয়েচুয়া সংস্কৃতির প্রভাব