১) বিশ্বের অনেক মানুষের কাছে একটুকরো খাবার জোগাড় করাই কষ্টসাধ্য। তাঁরা অনেকেই খেতে পান না বা আধপেটা খেয়ে কোনো রকমে দিন গুজরান করেন। সেখানে খাবারের অপচয় অন্যায়। কিন্তু তাতেও থামে না খাবার নষ্ট করার প্রবণতা। অনেক দেশই রয়েছে যেখানে বিপুল পরিমাণে খাবার নষ্ট করা হয়। বিশ্বে খাবার নষ্ট করার ১০টি দেশের তালিকা প্রকাশিত হয়েছে। ইউএনইপি ফুড ওয়েস্ট ইনডেক্স ২০২৪ অনুযায়ী প্রতি বছর চিনে ১০৮.৬ মিলিয়ন টন খাবার নষ্ট হয়। প্রতি বছর চিনে গড়ে একজন ব্যক্তি ৭৬ কিলো খাবার নষ্ট করে। খাবার নষ্টে বিশ্বে শীর্ষে রয়েছে চিন।
২) খাবার নষ্ট করায় দ্বিতীয় স্থানে আছে ভারত। ভারতে প্রতি বছর ৭৮.১ মিলিয়ন টন খাবার নষ্ট করা হয়। গড়ে একজন ভারতীয় প্রতি বছর ৫৫ কিলো খাবার নষ্ট করে।
৩) আমেরিকায় প্রতি বছর ২৪.৭ মিলিয়ন টন খাবার নষ্ট হয়। প্রতি বছর গড়ে একজন আমেরিকান ৭৩ কেজি খাবার নষ্ট করেন।
৪) প্রতি বছর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২০.২ মিলিয়ন টন খাবার নষ্ট হয়। গড়ে একজন ব্রাজিলীয় ৯৪ কিলো খাবার নষ্ট করে।
৫) ইন্দোনেশিয়ায় প্রতি বছর দেড় লাখ টন খাবার নষ্ট হয়। গড়ে একজন ইন্দোনেশিয়ার নাগরিক ৫৩ কিলো খাবার নষ্ট করে।
৬) ইউরোপের দেশ জার্মানিতে প্রতি বছর সাড়ে ৬ মিলিয়ন টন খাবার নষ্ট হয়। গড়ে একজন জার্মান ৭৮ কিলো খাবার নষ্ট করে।
৯) দক্ষিণ আফ্রিকায় প্রতি বছর ২.৮ মিলিয়ন টন খাবার নষ্ট হয়। দক্ষিণ আফ্রিকার একজন মানুষ গড়ে ৪৭ কিলো খাবার নষ্ট করে।
১০) আফ্রিকার দেশ ঘানায় প্রতি বছর ২.৮ মিলিয়ন টন খাবার নষ্ট হয়। একজন মানুষ গড়ে ৮৪ কিলো খাবার নষ্ট করে।