১) ভারতের লাইফলাইন হল ভারতীয় রেল। এক জায়গা থেকে অনত্র যাত্রীদের পৌঁছে দেয় ট্রেন। ভারতে বন্দে ভারত, তেজস, গরিবরথ, দুরন্ত, রাজধানী, শতাব্দী ছাড়াও অগুন্তি মেল ও এক্সপ্রেস ট্রেন যেমন আছে তেমনই আছে ধীরগতির ট্রেন। জেট স্পিডে নয় ধীরগতির এই বিশেষ ট্রেন দুলকি চালে কু ঝিকঝিক করতে করতে যায়।
২) নীলগিরি মাউন্টেন রেল হল ভারতের সবচেয়ে ধীরগতির ট্রেন। তামিলনাড়ুর মেত্তুপালায়াম-উটির মধ্যে চলাচল করে মেত্তুপালায়াম-উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেন।
৩) পূর্বঘাট পর্বতমালার নীলগিরি পাহাড়ের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলে এই বিশেষ ট্রেন। চা বাগান, জঙ্গল, পাহাড়ের গা ঘেঁষে এঁকেবেঁকে সর্পিল গতিতে এগিয়ে চলে এই বিশেষ ট্রেন।
৪) এই টয় ট্রেনের যাত্রী হয়ে নীলগিরি পাহাড়ের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ২০০৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় এই নীলগিরি মাউন্টেন রেল। ১৮৫৪ সালে এই ট্রেন শুরুর প্রস্তাব দেওয়া হলেও কাজ শুরু হয় ১৮৯১ সালে। ১৯০৮ সালে কাজ সম্পূর্ণ হয়।
৫) এই ট্রেনের গতি হল ঘণ্টায় ৯ কিমি। ৫ ঘণ্টায় ৪৬ কিমি দূরত্ব অতিক্রম করে। প্রথম শ্রেণিতে ৭২টি আর সাধারণ শ্রেণিতে ১০০টা আসন থাকে। ২০১৬ সালে যাত্রীদের দাবি মেনে চতুর্থ কামরা জোড়া হয়।
৬) ১৯ শতকে এই ট্রেনের যাত্রা শুরু। এটি ভারতের একমাত্র র্যাক রেলওয়ে। সার্দান রেল এই টয় ট্রেন চালায়। স্টিম ইঞ্জিন চালিত এই টয় ট্রেনে চাপলে ভিন্টেজ অভিজ্ঞতা মেলে।