১) পেস্তো নামের পেঙ্গুইন আর তাইল্যান্ডের পিগমি হিপো বা জলহস্তি মু ডেংয়ের পর ইন্টারনেটের নতুন সেনসেশন এখন 'আভা'।
২) আভা হল বছর তিনেকের একটি ব্যাঘ। এটি হল বিরল প্রজাতির গোল্ডেন টাইগার বা সোনালী বাঘ। বেঙ্গল টাইগারের এক বিরল প্রজাতি হল এই গোল্ডেন টাইগার। জিনগতভাবে এই প্রজাতির বাঘের গায়ের লোম হলুদ নয় সোনালী
৩) মু ডেংয়ের মতো আভার বাস তাইল্যান্ডে। তাইল্যান্ডের চিয়াং মাই নাইট সাফারিতে গেলে দেখা মিলবে এই গোল্ডেন টাইগারের। তাইল্যান্ডের খাও খেও ওপেন জ্যু তে রয়েছে মু ডেং নামে পিগমি হিপো
৪) অন্য বাঘের মতো উগ্র আচরণ নয় শান্ত ভাবে বসে থাকার ভঙ্গিতে আর বন্ধুত্বপূর্ণ স্বভাব ও সোনালী লোমের কারণে অচিরেই ইন্টারনেটে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে আভা নামের গোল্ডেন টাইগার
৫) আভার জন্ম ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারিতে। বাবা ও মায়ের মধ্যে একজন চেক প্রজাতন্ত্রর ও আরেক জন দক্ষিণ আফ্রিকার। ২০১৫ সালে এই ২ দেশ থেকে ২ বাঘ ও বাঘিনীকে আনা হয়। আভার সঙ্গে একইদিনে জন্ম হয় তার বোন লুনার। সেটিও বিরল প্রজাতির গোল্ডেন টাইগার।
৬) ১৯ নভেম্বর তাইল্যান্ডের চিয়াং মাই নাইট সাফারির পক্ষ থেকে ফেসবুকে আভা নামের গোল্ডেন টাইগারের ছবি পোস্ট করা হয়। তারপর থেকে গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে এই গোল্ডেন টাইগার