ad
ad

Breaking News

Museum

অভিনব অদ্ভুতুড়ে যাদুঘর

এই বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কত কিছু অজানা খানাখাজানা।

০১ ১১
Quirky and quirky museum

১) এই বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কত কিছু অজানা খানাখাজানা। সাধারণত আমরা যাদুঘরে গিয়ে অতীত সময়ের ঐতিহ্য, ধনদৌলত, সাম্রাজ্য বিস্তারের নিদর্শন, মমি, প্রাণী, কীটপতঙ্গের মমিফায়েড রূপ, জীবাশ্ম, মুদ্রা, প্রাচীন শিল্পকর্ম, নিদর্শন। কিন্তু এই বিশ্বে এমন কিছু অদ্ভুতুড়ে যাদুঘরও আছে। এই গ্যালারিতে তুলে ধরা হল এমনই কিছু অভিনব যাদুঘরের হদিশ।

০২ ১১
Quirky and quirky museum

২) তুরস্কে রয়েছে আভানজ হেয়ার মিউজিয়াম। রাপুঞ্জেলের মতো এক ঢাল লম্বা চুলের স্বপ্ন থাকে সকলের। তুরস্কের কাপ্পাদোসিয়া অঞ্চলের আভানজ শহরে বিখ্যাত এক পটারির দোকানের বেসমেন্টে রয়েছে চুলের অভিনব যাদুঘর। ১৬ হাজারের বেশি মহিলার চুল, চুলের মালকিনের নামধাম সমেত রাখা আছে।

ad
০৩ ১১
Quirky and quirky museum

৩) নিউ অর্লিয়েন্সে রয়েছে মিউজিয়াম অফ ডেথ। এই বিশেষ যাদুঘরে রয়েছে সিরিয়াল কিলারের নানান লেখা, ক্রাইম সিনের ছবি, মৃত্যু নিয়ে ভিন্ন সংস্কৃতিতে কী ধারণা রয়েছে, ১৮ শতকের ময়নাতদন্তের যন্ত্রপাতি।

০৪ ১১
Quirky and quirky museum

৪) নিউইয়র্ক শহরে রয়েছে মিউজিয়াম অফ সেক্স। যৌনক্রিয়া সংক্রান্ত ২০ হাজারের বেশি ছবি, ভিডিও, জামাকাপড়, কস্টিউম রয়েছে এই বিশেষ যাদুঘরে।

০৫ ১১
Quirky and quirky museum

৫) মেক্সিকোর কানকুন আন্ডারওয়াটার মিউজিয়াম : মেক্সিকোর কানকুনে রয়েছে এই যাদুঘর। এখানে জলের তলায় রয়েছে ৮০০'র বেশি অনবদ্য স্থাপত্য। ৩টি আলাদা গ্যালারিতে ৩-৬ মিটার গভীর জলে রয়েছে এসব স্থাপত্য। পিএইচ নিউট্রাল মেরিন পদার্থ দিয়ে তৈরি এসব স্থাপত্য।

০৬ ১১
Quirky and quirky museum

৬) প্রেমের শহর প্যারিস বলতেই সকলে আইফেল টাওয়ার, ল্যুভ্র মিউজিয়াম, নত্র দাম গির্জার মতো দ্রষ্টব্য স্থানের কথা বলে। কিন্তু প্যারিসে রয়েছে আন্ডারগ্রাউন্ড sewer মিউজিয়াম। এ যেন রোমান্টিক শহরের নীচে রয়েছে আরেকটি অজানা শহরের হদিশ। ঐতিহাসিক শহর প্যারিসের বিখ্যাত টানেল সিস্টেম বা সুড়ঙ্গ প্রক্রিয়া, শতাব্দী প্রাচীন গ্যালারি রয়েছে এই মাটির তলায় থাকা যাদুঘরে।

০৭ ১১
Quirky and quirky museum

৭) মালয়েশিয়ার মিউজিয়াম অফ এমড্যুরিং বিউটি: বিভিন্ন সংস্কৃতিতে সৌন্দর্যর সংজ্ঞা কী তা তুলে ধরা হয়েছে মালয়েশিয়ার মালাক্কায় অবস্থিত এই মিউজিয়ামে।

০৮ ১১
Quirky and quirky museum

৮) জাপানে রয়েছে র্যামেন মিউজিয়াম। জাপানের জনপ্রিয় খাবার র্যামেন। দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় র্যামেন সংগৃহীত রয়েছে এই বিশেষ যাদুঘরে।

০৯ ১১
Quirky and quirky museum

৯) নিউইয়র্কের মিউজিয়াম অফ ম্যাথমেটিক্স: আমেরিকার নিউইয়র্কে ২০০৯ সালে তৈরি হয় এই মিউজিয়াম অফ ম্যাথমেটিক্স। গণিতের বিভিন্ন দিক আকর্ষণীয় ভাবে এখানে তুলে ধরা হয়েছে।

১০ ১১
Quirky and quirky museum

১০) মালয়েশিয়ার কাচিং ক্যাট মিউজিয়াম: ২ হাজার বেড়ালের মডেল রয়েছে মালয়েশিয়ার কাচিং শহরের এই বিশেষ মিউজিয়ামে। মিশরের ৫ হাজার বছর পুরনো সংরক্ষিত বেড়ালের দেহও রয়েছে এখানে।

১১ ১১
Quirky and quirky museum

১১) ক্যালিফোর্নিয়ার বানি মিউজিয়াম: বেড়ালের মিউজিয়াম থাকলে খরগোশের কেন নয়। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছে খরগোশের জন্য আস্ত বানি মিউজিয়াম। ২৮ হাজার খরগোশ সংক্রান্ত জিনিস রয়েছে এই যাদুঘরে। সেরামিকে তৈরি খরগোশের জিনিস, স্টাফড খরগোশ, কুকি জার খরগোশ, বিরাট র্যাবিট টোপিয়ারি রয়েছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম রয়েছে এই যাদুঘরের।