আমেরিকার বার্নিং ট্রি ক্লাব হল পুরুষদের গলফ ক্লাব। সেখানে মেয়েদের ঢুকতে দেওয়া হয় না। আর্কিটেক্ট অ্যালিস্টার ম্যাকেঞ্জি তৈরি করেছেন এই ক্লাব।
জাপানের নারায় রয়েছে মাউন্ট ওমিন। অফিশিয়াল নাম মাউন্ট সানজো। পর্বতশীর্ষে রয়েছে জাপানি বৌদ্ধ মন্দির ওমিনেসানজি। ১৩০০ বছর ধরে মেয়েদের প্রবেশ নিষেধ।
জাপানের কিয়ুশু দ্বীপের পশ্চিম উপকূলে ওকিনোশিমা পবিত্র দ্বীপে শিন্টো ধর্ম অনুযায়ী মেয়েদের প্রবেশ নিষেধ।
কেরালার পত্তনমত্থিতা জেলায় পেরিয়ার ব্যাঘ্র প্রকল্পের মধ্যে সবরীমালা মন্দিরে ঋতুমতী কোনো নারী ঢুকতে পারেন না।
গ্রিসের অর্থোডক্স চার্চদের মূল কেন্দ্র মাউন্ট এথোসে প্রায় ১ হাজার বছর ধরে মহিলাদের প্রবেশ নিষেধ। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকা এই পাহাড়ে উঠতে পারেন মাত্র ১০০ অর্থোডক্স ও ১০ জন নন অর্থোডক্স সদস্য।