ad
ad

Breaking News

Parrot fever

প্রাণঘাতী রূপ নিয়েছে ইউরোপে নয়া রোগ প্যারট ফিভার

ইউরোপে নয়া রোগ প্যারট ফিভার প্রাণঘাতী রূপ নিয়েছে। এরমধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে ইউরোপে। ডাক্তারি পরিভাষায় প্যারট ফিভারের

০১

ইউরোপে নয়া রোগ প্যারট ফিভার প্রাণঘাতী রূপ নিয়েছে। এরমধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে ইউরোপে। ডাক্তারি পরিভাষায় প্যারট ফিভারের অপর নাম psittacosis বা Chlamydia psittaci infection।

০২

এটি ব্যাক্টেরিয়াজনিত অসুখ। Chlamydia psittaci নামক ব্যাক্টেরিয়া থেকে অসুখ হয়। মূলত, টিয়াপাখি, ককটিয়েল, কাকাতুয়া, পায়রাদের এই অসুখ হয়।

ad
০৩

তবে অসুস্থ পাখির বিষ্ঠা, লালার সংস্পর্শে আসলে মানুষের শরীরেও সংক্রমণ বাসা বাঁধতে পারে। এমনকি, পাখির বিষ্ঠা ও লালার সংস্পর্শে থাকা ধুলোবালি থেকেও অসুখ করতে পারে।

০৪

আক্রান্ত ব্যক্তির জ্বর, ঠান্ডা লাগা, কাঁপুনি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, পেশির যন্ত্রণা, ক্লাম্তিভাব দেখা যায়। অনেকের নিউমোনিয়ার মতো উপসর্গও দেখা যায়। অনেক সময় সারা গায়ে ফুসকুড়ি দেখা যায়। বমিবমি ভাব, শুকনো কাশি হয়।

০৫

হু'র তথ্য অনুযায়ী ইউরোপের অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, সুইডেন আর নেদারল্যান্ডসে প্যারট ফিভারে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

০৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু পরামর্শ দিয়েছে, যাদের বাড়িতে টিয়াপাখি, কাকাতুয়া, পায়রা, ককটিয়েল আছে পাখিদের বা পাখির খাঁচায় হাত দিলে হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরবেন। হাত ভালো করে সাবান দিয়ে ধোবেন।