ad
ad

Breaking News

Nikita Parwal

মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাব পেলেন নিকিতা পরওয়াল

বলিউড ডিভা ও প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের ফ্যান নিকিতা পরওয়ালের মাথায় উঠেছে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাব।

০১
Nikita Parwal won the title of Miss India World

১) বলিউড ডিভা ও প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের ফ্যান নিকিতা পরওয়ালের মাথায় উঠেছে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাব। ১৬ অক্টোবর মুম্বইয়ের বিখ্যাত স্টুডিওতে বসেছিল ফেমিনা মিস ইন্ডিয়ার আসর। মিস ওয়ার্ল্ড সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নিকিতা। মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে আছেন রেখা পাণ্ডে। আয়ূষী ঢোলাকিয়া তৃতীয় স্থানে আছেন।

০২
Nikita Parwal won the title of Miss India World

২) নিকিতার মাথায় মুকুট পরিয়ে দপন গতবারের বিজয়ী নন্দিনী গুপ্তা। ২৯টি রাজ্য আর একটি কেন্দ্র শাসিত অঞ্চলের সুন্দরীদের হারিয়ে সেরা হন নিকিতা।

ad
০৩
Nikita Parwal won the title of Miss India World

৩) আদতে মধ্য প্রদেশের উজ্জয়িনী শহরের বাসিন্দা নিকিতা। তিনি পড়াশোনা করেছেন কারমেল কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে। এখন স্নাতক স্তরের পড়াশোনা করছেন বরোদার মহারাজা সয়াজীরাও বিশ্ববিদ্যালয় থেকে।

০৪
Nikita Parwal won the title of Miss India World

৪) বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া নিকিতা অভিনয় পারদর্শী। মঞ্চে নিয়মিত অভিনয় করেন। ৩০টি নাটকে অভিনয় করেছেন নিকিতা।

০৫
Nikita Parwal won the title of Miss India World

৫) থিয়েটারের পাশাপাশি তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়া সিনেমাতেও অভিনয় করেছেন নিকিতা। ২৫০ পাতার "কৃষ্ণলীলা" নামক নাটক লিখেছেন নিকিতা।

০৬
Nikita Parwal won the title of Miss India World

৬) অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি পশুদের কল্যাণে নানা রকম কাজ করেন নিকিতা। তাঁর জীবনের মূল মন্ত্র হল, " Be a life that matters, a loss that's felt."

০৭
Nikita Parwal won the title of Miss India World

৭) এবছর ফেমিনা আয়োজিত মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ৬০তম বছর। বিচারক হিসেবে ছিলেন সমাজের বিশিষ্ট স্তরের বিখ্যাত ব্যক্তিরা।

০৮
Nikita Parwal won the title of Miss India World

৮) গোটা দেশেই বিভিন্ন রাজ্যে সেরা সুন্দরী বাছতে হয় গ্রাউন্ড অডিশন। বিভিন্ন জোনে ভাগ ভাগ করে অডিশন হয়। ৩০টি রাজ্যের বিজয়ীদের নিয়ে হয় একাধিক স্তরের ট্রেনিং রাউন্ড। বাছাই করা ফাইনালিস্টদের নিয়ে হয় গ্র্যান্ড ফিনালে।

০৯
Nikita Parwal won the title of Miss India World

৯) মিস ইন্ডিয়া গ্র্যান্ড ফিনালেতে র্যাম্পে হাঁটেন সঙ্গীতা বিজলানি। ভবিষ্যতে সঞ্জয় লীলা বনসালির ছবিতে অভিনয় করার স্বপ্ন দেখেন নিকিতা।