ad
ad

Breaking News

Ma flyover

বন্ধ মা উড়ালপুল, চলবে মেরামতির কাজ

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উড়ালপুলের কাজ। মূলত রাস্তা মেরামতের জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে যান চলাচল।

০১
Ma flyover closed, repair work to continue

মেরামতির কাজ শুরু হয়েছে মা উড়ালপুলে। তাই আবার কিছু সময়ের জন্য বন্ধ থাকতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভার। কেএমডিএ-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উড়ালপুলের কাজ।

০২
Ma flyover closed, repair work to continue

আর সেই কাজ যতদিন না শেষ হবে ততদিন প্রতি রাতে বন্ধ থাকবে যান চলাচল। মূলত রাস্তা মেরামতের জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে যান চলাচল।

ad
০৩
Ma flyover closed, repair work to continue

তাই যারা উড়ালপুল দিয়ে যাতায়াত করবে তাদেরকে পার্ক সার্কাস থেকে সুরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর হয়ে বাইপাসের দিক হয়ে যাতায়াত করতে হবে।

০৪
Ma flyover closed, repair work to continue

উল্লেখ্য কলকাতা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইওভার হল মা উড়ালপুল। তাই মেরামতের জন্য উড়ালপুল বন্ধ থাকার সিদ্ধান্তে আমজনতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে কোন বিকল্প পথে যান চলাচল করবে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে কেএমডিএ।