১) মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশ সাল থেকে রাজ্যের ১০০ দিনের কাজ, আবাস প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। চলতি বছরের একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে ঘোষণা করা হয় রাজ্যের ১১ লাখের বেশি পরিবারকে পাকা বাড়ি বানানোর জন্য টাকা রাজ্য সরকারই দেবে। মাত্র ৫ মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়িত করে ফেলে মাস্টার স্ট্রোক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ লাখ নয় ১২ লাখ পরিবারকে পাকা বাড়ি বানানোর টাকা দিচ্ছে রাজ্য সরকার। ২০২৬ সালের মধ্যে আরো ১৬ লাখ পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। কোনো একটি রাজ্য সরকারের একার পক্ষে এতবড়ো সামাজিক প্রকল্পের নজির অতীতে বিশেষ নেই বললেই চলে।
২) আরজিকরকাণ্ড: ৮ আগস্ট আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক নিজের কর্মস্থলেই নারকীয় হামলার শিকার হন। নৃশংস ভাবে ওই চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। বিচারের দাবিতে ও সুরক্ষার প্রশ্নে জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলন, টানা কর্মবিরতি, সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের উদ্যোগে একাধিক বার রাত দখল অভিযান হয়। আন্দোলনের রেশ পৌঁছে যায় দেশ বিদেশেও। সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করছে সিবিআই। নতুন করে আদালতের দ্বারস্থ নির্যাতিতার বাবা-মা। কবে বিচার মেলে সেদিকে তাকিয়ে সবাই।
৩) ২৬ হাজার চাকরি বাতিল: নিয়োগ দুর্নীতি মামলায় জেলে পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকে। চাকরির দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তবে যোগ্য অযোগ্য চাকরিপ্রার্থীদের বাছাইয়ে সমস্যার জেরে গত ২২ এপ্রিল ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একলপ্তে বাতিল হয় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে।
৪) দেশের মধ্যে প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেলের যাত্রা শুরু হয় কলকাতাতেই। এবার দেশের মধ্যে প্রথমবার নদীর তলা দিয়ে মেট্রো রেলপথের সূচনা হয়। ৬ মার্চ গঙ্গার তলা দিয়ে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার ওপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের জোড়া সুড়ঙ্গ।
৫) ক্রিকেটের ময়দানের পাশাপাশি রাজনীতির ময়দানেও বাজিমাত ২ বিশ্বসেরা ক্রিকেটারের। বহরমপুরে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীকে নিজের খাসতালুকেই পরাস্ত করেন প্রথম বার তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটের ময়দানে নামা ইউসুফ পাঠান। ৬৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে অধীরকে মাঠের বাইরে পাঠিয়ে দেন ইউসুফ পাঠান। তেমনই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপির পোড়খাওয়া রাজনীতিক দিলীপ ঘোষকে ১ লাখ ৪০ হাজারের বেশি ভোটে হারিয়ে শেষ হাসি হেসেছেন তৃণমূলের কীর্তি আজাদ।
৬) আলাদা শৌচালয়ে শীর্ষে বাংলা। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার শুনানির সময় কেন্দ্রীয় সরকার জানায় দেশে স্কুল ছাত্রীদের জন্য ঋতুকালীন স্বাস্থ্য নীতি তৈরি করা হয়েছে। দেশের ৯৭.৫% স্কুলে ছাত্রীদের জন্য আলাদা শৌচালয় রয়েছে। বড়ো রাজ্যের নিরিখে আলাদা শৌচালয়ের নিরিখে বাংলা শীর্ষ স্থানে আছে। পশ্চিমবঙ্গের ৯৯.৫% স্কুলে ছাত্রীদের জন্য আলাদা শৌচালয় রয়েছে।