ad
ad

Breaking News

Login Salah

ত্বকের সমস্যা নিয়েও সৌন্দর্য প্রতিযোগিতায়, বেড়া ভাঙলেন লোগিনা

সৌন্দর্য প্রতিযোগিতায় সৌন্দর্যের মাপকাঠি কড়া নিক্তিতে মাপা হয়। এবারের মিস ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড সুন্দরী বাছার প্রতিযোগিতায় সেই বেড়া ভেঙে দিয়েছেন মিশর সুন্দরী লোগিনা সালাহ।

০১
Logina breaks barriers in beauty pageant despite skin problems

১) সৌন্দর্য প্রতিযোগিতায় সৌন্দর্যের মাপকাঠি কড়া নিক্তিতে মাপা হয়। এবারের মিস ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড সুন্দরী বাছার প্রতিযোগিতায় সেই বেড়া ভেঙে দিয়েছেন মিশর সুন্দরী লোগিনা সালাহ।

০২
Logina breaks barriers in beauty pageant despite skin problems

২) সৌন্দর্য প্রতিযোগিতায় টোনড বডি, মসৃণ ত্বক, একঢাল চুল থাকবে এমন কাউকেই সুন্দরী হিসাবে বাছা হয়। মিশর সুন্দরী লোগিনা সালাহ মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বার শ্বেতীর মতো ত্বকের সমস্যা নিয়েও প্রতিযোগিতায় অংশ নেন।

ad
০৩
Logina breaks barriers in beauty pageant despite skin problems

৩) বছর ৩৪ এর মিশরীয় মডেল লোগিনা সালাহ প্রথম মডেল ও সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যিনি ত্বকের সমস্যা নিয়েও বিপ্লব ঘটান।

০৪
Logina breaks barriers in beauty pageant despite skin problems

৪) মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতায় সেরা ৩০-এর মধ্যে জায়গা করে নেন লোগিনা।

০৫
Logina breaks barriers in beauty pageant despite skin problems

৫) মিশরে জন্ম লোগিনার। বেড়ে ওঠা উপকূলবর্তী শহর আলেকজান্দ্রিয়ায়। ইনস্টাগ্রামে লোগিনা নিজেই বার্তা দিয়েছেন, 'আসুন সবাই মিলে বৈষম্যহীন ও বিদ্বেষমুক্ত পৃথিবী গড়ি।'

০৬
Logina breaks barriers in beauty pageant despite skin problems

৬) তাঁর এই সাহসী পদক্ষেপ বাহবা কুড়িয়েছে নেটিজেনদের। শ্বেতী হলে সকলে নিজেকে গুটিয়ে নেন। শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে থাকেন। লোহিনা সালাহর সাহস নিঃসন্দেহে সবাইকে অনুপ্রেরণা জোগাবে।