১। নিজের পরনের শাড়িকেও আদ্যপান্ত পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে গড়ে তুলেছিলেন প্রিয়দর্শিনী ইন্দিরা। তাঁর শাড়ি পরার কায়দাও ছিল অনন্য। ব্যক্তিত্ব ফুটে উঠত শাড়িতে।
২) ভেবেচিন্তে শাড়ি বাছতেন ইন্দিরা। ওয়ার্ডরোবে ছিল ভারতের নানান প্রাদেশিক শাড়ি। তবে তিনি সিম্পল অথচ এলিগ্যান্ট লুকের হ্যান্ডলুমের সুতি, তসর বা সিল্কের শাড়ি পরতেই ভালোবাসতেন।
৪) বেশি চওড়া পাড়ের শাড়ি পরতেন না। সঙ্গে পরতেন সামঞ্জস্যপূর্ণ ব্লাউজ। অ্যাকসেসরিজ হিসাবে হাতে থাকত বড়ো ডায়ালের ঘড়ি। গলায় বেশিরভাগ সময় থাকত রুদ্রাক্ষের মালা। কখনোসখনো গলায় থাকত মুক্তোর হার।
৭) বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কোনো অনুষ্ঠানে গেলে অবশ্যই পরতেন শাড়ি। তবে অনেক সময় এরসঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরতেন।
৮) বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কোনো অনুষ্ঠানে গেলে অবশ্যই পরতেন শাড়ি। তবে অনেক সময় এরসঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরতেন।