ad
ad

Breaking News

Indira Gandhi

ইন্দিরার শাড়ি

নিজের পরনের শাড়িকেও আদ্যপান্ত পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে গড়ে তুলেছিলেন প্রিয়দর্শিনী ইন্দিরা।

০১ ১০
Indira's saree

১। নিজের পরনের শাড়িকেও আদ্যপান্ত পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে গড়ে তুলেছিলেন প্রিয়দর্শিনী ইন্দিরা। তাঁর শাড়ি পরার কায়দাও ছিল অনন্য। ব্যক্তিত্ব ফুটে উঠত শাড়িতে।

০২ ১০
Indira's saree

২) ভেবেচিন্তে শাড়ি বাছতেন ইন্দিরা। ওয়ার্ডরোবে ছিল ভারতের নানান প্রাদেশিক শাড়ি। তবে তিনি সিম্পল অথচ এলিগ্যান্ট লুকের হ্যান্ডলুমের সুতি, তসর বা সিল্কের শাড়ি পরতেই ভালোবাসতেন।

ad
০৩ ১০
Indira's saree

৩) দিল্লির বাইরে যে রাজ্যে রাজনৈতিক কর্মসূচিতে যেতেন সেখানকার বিশেষ প্রাদেশিক শাড়ি পরতেন।

০৪ ১০
Indira's saree

৪) বেশি চওড়া পাড়ের শাড়ি পরতেন না। সঙ্গে পরতেন সামঞ্জস্যপূর্ণ ব্লাউজ। অ্যাকসেসরিজ হিসাবে হাতে থাকত বড়ো ডায়ালের ঘড়ি। গলায় বেশিরভাগ সময় থাকত রুদ্রাক্ষের মালা। কখনোসখনো গলায় থাকত মুক্তোর হার।

০৫ ১০
Indira's saree

৫) শাড়ির পাশাপাশি স্টাইল স্টেটমেন্ট ছিল ছোটো চুলের অভিনব হেয়ার স্টাইলও।

০৬ ১০
Indira's saree

৬) নির্বাচনি প্রচারে গেলে মাথায় নিয়ম করে দিতেন ঘোমটা।

০৭ ১০
Indira's saree

৭) বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কোনো অনুষ্ঠানে গেলে অবশ্যই পরতেন শাড়ি। তবে অনেক সময় এরসঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরতেন।

০৮ ১০
Indira's saree

৮) বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কোনো অনুষ্ঠানে গেলে অবশ্যই পরতেন শাড়ি। তবে অনেক সময় এরসঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরতেন।

০৯ ১০
Indira's saree

৯। সিম্পল অথচ এলিগ্যান্ট লুকের হ্যান্ডলুমের সুতি, তসর বা সিল্কের শাড়ি পরতেই ভালোবাসতেন।

১০ ১০
Indira's saree

১০। শাড়ির পাশাপাশি রুচিশীল পশ্চিমী পোশাকেও সমান স্বচ্ছন্দ ছিলেন ইন্দিরা। তবে সে সব পোশাকেও মোটিফে থাকত ভারতীয়ত্বর ছোঁয়া।