১) সুরাকভ বা আন্নাজ হামিংবার্ডকে বলা হয় রঙ বদলানো পাখি। ছোট্ট পাখি হামিংবার্ডের আদি বাস উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে। ছোট্ট পাখির লম্বা ঠোঁট আর অনেক রঙিন পাখনা।
২) ফুলের মধু খেয়ে বাঁচে এই পাখি। বাতাসে দ্রুত গতিতে জোরে জোরে ডানা ঝাপ্টানোর সময় হামিং শব্দ হয়। তার জন্য পাখির নাম হামিংবার্ড। প্রতি সেকেন্ডে ৮০-২০০ বার ডানা ঝাপ্টাতে সক্ষম সুরাকভ হামিংবার্ড।
৩) আসলে এই পাখির গায়ের রঙ বদলায় না। ডানা ঝাপ্টানোর সময় এত দ্রুত এই ছোট্ট পাখি মাথা নাড়ায় যে মনে হয় রঙ বদলে যাচ্ছে। পাখনার ওপরের স্তরে চকচকে কেরাটিন স্তর আছে যাতে সূর্যের আলো পড়লে রঙ বদলে যায় বলে মনে হয়।
৪) বুকের দিকে হালকা ধুসর রঙ থাকে। ওপরের দিকে ব্রোঞ্জ সবুজ রঙ দেখা যায়। লম্বা, সরু ঠোঁট। মাথায় দেখা যায় ক্রিমসন লালের ছোঁয়া। পুরুষ পাখি মেয়ে পাখিদের চেয়ে বেশি দেখতে ভালো আর চটপটে হয়।
৫) শুধু আমেরিকাতেই ৩৪০টির বেশি প্রজাতির হামিংবার্ডের দেখা মেলে। হামিংবার্ড একমাত্র পাখি যারা পেছন দিকে উড়তে পারে। ওপর নীচে ডানা ঝাপ্টানোর সঙ্গে উড়তে পারে। ৮ রকম ভাবে ডানা ঝাপ্টাতে সক্ষম।
৭) অনেক দূরের জিনিস দেখতে পারে এই প্রজাতির হামিংবার্ড। হামিংবার্ডের মস্তিষ্ক খুব বড়ো হয়। দেহের মোট ওজনের ৪.২% মস্তিষ্ক থাকে। বিপাকক্রিয়া বেশি থাকে বলে সব সময় খেতে ব্যস্ত থাকে হামিংবার্ড।