ad
ad

Breaking News

Plane

আস্ত বিমানে বাড়ির মতো বসবাস! যাবেন নাকি সেখানে?

০১
how does living inside a plane feel like

১) বিমানে চেপে যাতায়াত করেছেন, কিন্তু কখনো ভেবেছেন বিমানের মধ্যে থাকলে কেমন অভিজ্ঞতা হয়? আস্ত বিমানকেই থাকার জায়গা বানিয়ে ফেলেছেন প্রাক্তন বিমান চালক জন কোটউইকি। ১৯৫৬ সালে উড়ত ডগলাস ডি-৬ মালবাহী বিমান।

০২
how does living inside a plane feel like

২) বিমানকে রাজকীয় হোটেলে পরিণত করে এয়ারবিএনবিকে ভাড়া দিয়েছেন জন। আলাস্কার বিগ লেকে রয়েছে বাতিল বিমান

ad
০৩
how does living inside a plane feel like

৩) যাঁরা অ্যাডভেঞ্চার চান আবার বেড়ানোর সময় স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দেন তাঁদের জন্য এই বিমানে থাকা আদর্শ।

০৪
how does living inside a plane feel like

৪) প্রতি দিন বিমানে কাটাতে খরচ পড়বে ৪১ হাজার টাকা করে। ১৭০০ ফুট দীর্ঘ এয়ার স্ট্রিপের পাশে রয়েছে বিমান।

০৫
how does living inside a plane feel like

৫) বিমানকে কিনতে ও তার পুরো খোলনলচে বদলে থাকার উপযোগী করে তুলতে খরচ পড়েছে প্রায় ৮৫ লাখ টাকা।

০৬
how does living inside a plane feel like

৬) বিমানের মধ্যে রয়েছে ২টি বেডরুম, কিচেন, লিভিং রুম, শৌচাগার ও ডাইনিং রুম। এমনকি ককপিটেও ঢোকা যাবে। ককপিটে বসে বিমান চালানোর অভিজ্ঞতা মিলবে। যদিও বিমান আকাশে উড়বে না।

০৭
how does living inside a plane feel like

৭) রান্নাঘর ও ঘরের ভেতরে রয়েছে আধুনিক সব গ্যাজেট। বিমানের দরজা একই রকম রাখা হয়েছে।

০৮
how does living inside a plane feel like

৮) বিমান থেকে দেখা যাবে আলাস্কার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য।