১) বিমানে চেপে যাতায়াত করেছেন, কিন্তু কখনো ভেবেছেন বিমানের মধ্যে থাকলে কেমন অভিজ্ঞতা হয়? আস্ত বিমানকেই থাকার জায়গা বানিয়ে ফেলেছেন প্রাক্তন বিমান চালক জন কোটউইকি। ১৯৫৬ সালে উড়ত ডগলাস ডি-৬ মালবাহী বিমান।
২) বিমানকে রাজকীয় হোটেলে পরিণত করে এয়ারবিএনবিকে ভাড়া দিয়েছেন জন। আলাস্কার বিগ লেকে রয়েছে বাতিল বিমান
৩) যাঁরা অ্যাডভেঞ্চার চান আবার বেড়ানোর সময় স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দেন তাঁদের জন্য এই বিমানে থাকা আদর্শ।
৪) প্রতি দিন বিমানে কাটাতে খরচ পড়বে ৪১ হাজার টাকা করে। ১৭০০ ফুট দীর্ঘ এয়ার স্ট্রিপের পাশে রয়েছে বিমান।
৬) বিমানের মধ্যে রয়েছে ২টি বেডরুম, কিচেন, লিভিং রুম, শৌচাগার ও ডাইনিং রুম। এমনকি ককপিটেও ঢোকা যাবে। ককপিটে বসে বিমান চালানোর অভিজ্ঞতা মিলবে। যদিও বিমান আকাশে উড়বে না।