ad
ad

Breaking News

Holi 2025

নানা রঙে, নানা রূপে ভারতে হোলির উদযাপন

গোটা ভারতেই রঙের উৎসব দোল বা হোলি বিভিন্ন নামে, বিভিন্ন জায়গায় উদযাপন করা হয়। শান্তিনিকেতন, জয়পুর, রাজস্থান, পঞ্জাব, মধ্য প্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও গোয়ার কোঙ্কন, বেনারস, মণিপুর, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এরকম নানান জায়গায় আজকের এই দিনে ধুমধাম করে পালন করা হয় দোল উৎসবকে।

০১ ১১
Holi celebrated in India in various colors and forms

১) গোটা ভারতেই রঙের উৎসব দোল বা হোলি বিভিন্ন নামে, বিভিন্ন জায়গায় উদযাপন করা হয়। প্রত্যেক জায়গার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ফুটে ওঠে রঙের উৎসবের উদযাপনের মাধ্যমে।

০২ ১১
Holi celebrated in India in various colors and forms

২) বাঙালির বড়ো প্রিয় জায়গা শান্তিনিকেতনে দোল উৎসব বসন্ত উৎসব হিসাবে পরিচিত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রঙিন পোশাক পরে, নাচ গানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করেন। শান্তিনিকেতনে বিশেষ নাচগানের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকে চলে আসছে। আধুনিক বাংলায় দোল উৎসবের সূচনা করেন রবীন্দ্রনাথ। ১৯০৭ সালে প্রথম বার তাঁর ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর ঋতুরঙ্গ উৎসব শুরু করেন শান্তিনিকেতনে।

ad
০৩ ১১
Holi celebrated in India in various colors and forms

৩) শান্তিনিকেতনের মতোই শ্রীকৃষ্ণের জন্মস্থান ব্রজভূমি মথুরা ও শৈশবের স্থান বৃন্দাবনের হোলি উদযাপন বিশেষ ভাবে পরিচিত। একদিন নয় টানা ৪০ দিন ধরে চলে রঙের উৎসব পালন। মথুরায় লাড্ডু ছোড়াছুড়ি করা হয়। কোথাও আবার ফুলের পাপড়ি ছুড়ে খেলা হয়।

০৪ ১১
Holi celebrated in India in various colors and forms

৪) জয়পুরে হোলির সময় হাতি উৎসব হয়। সুসজ্জিত হাতির প্যারেড হয়। লোকনৃত্য পরিবেশন করা হয়।

০৫ ১১
Holi celebrated in India in various colors and forms

৫) রাজস্থানের উদয়পুরে মহারানা রাজপ্রাসাদে লোকনৃত্য পরিবেশন করা হয়। রঙ খেলা হয়।

০৬ ১১
Holi celebrated in India in various colors and forms

৬) শিখদের পবিত্র ধর্মীয় স্থান পঞ্জাবের আনন্দপুর সাহিবে ৩ দিন ধরে হোলা মহল্লা হয়। মার্শাল আর্ট, ঘোড়দৌড়, কবিতাপাঠের আসর বসে।

০৭ ১১
Holi celebrated in India in various colors and forms

৭) মধ্য প্রদেশের মান্ডুতে লোকসংগীত ও লোকনৃত্য পরিবেশন করা হয়।

০৮ ১১
Holi celebrated in India in various colors and forms

৮) দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে শ্রীকৃষ্ণ নয় কাম দেবতার পুজো করা হয়। হোলি পরিচিত কামবিলাস, কামন পণ্ডিগাই ও কামদহনম নামে।

০৯ ১১
Holi celebrated in India in various colors and forms

৯) মহারাষ্ট্র ও গোয়ার কোঙ্কন উপকূলে হোলির স্থানীয় নাম শিগমো। কোঙ্কলের দক্ষিণ উপকূলে কেরালায় গোসিপুরম থিরুমা কোঙ্কনি মন্দিরে শুধু মন্দিরে ছোঁয়ানো হলুদ রঙ দিয়ে খেলা হয় হোলি। স্থানীয় বাসিন্দারা ডাকেন উক্কুলি নামে। মালয়লাম ভাষায় নাম মঞ্জুলকুলি। অর্থ হলুদ স্নান।

১০ ১১
Holi celebrated in India in various colors and forms

১০) বেনারসে চিতাভস্ম মেখে হোলি খেলায় মাতেন মণিকর্ণিকা ঘাটে থাকা সাধু সন্ন্যাসী ও শিবভক্তরা।

১১ ১১
Holi celebrated in India in various colors and forms

১১) মণিপুরে পূর্ণিমার ৫ দিন আগে আরাধ্য দেবতা পাখাংবাকে উৎসর্গ করে শুরু হয় হোলি উৎসব।