ad
ad

Breaking News

Funniest Station Names

শুনলেই হাসবেন! ভারতে রয়েছে একাধিক অদ্ভুত নামের রেলস্টেশন

০১ ১০
Funniest Strange Train Station Names That Will Make You Laugh

১) ভারতের লাইফলাইন হল রেলওয়ে। ট্রেনে চেপেই প্রতিদিন নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করেন লাখ লাখ ট্রেন যাত্রী। দেশে রয়েছে এমন প্রচুর রেলস্টেশন যাদের নাম শুনলেই হাসি চেপে রাখা যায় না। বেশ কিছু অদ্ভুত নামের রেলস্টেশন আছে ভারতে।

০২ ১০
Funniest Strange Train Station Names That Will Make You Laugh

২) দক্ষিণের রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে রয়েছে লোট্টে গোল্লা হাল্লি নামের রেলস্টেশন।

ad
০৩ ১০
Funniest Strange Train Station Names That Will Make You Laugh

৩) মধ্য প্রদেশের জব্বলপুরে রয়েছে গুর্রা নামের রেলস্টেশন।

০৪ ১০
Funniest Strange Train Station Names That Will Make You Laugh

৪) উত্তর প্রদেশের ভিলেমার কুন্ডিতে রয়েছে বিল্লি জংশন নামে রেলস্টেশন। হিন্দিতে বেড়ালকে বলা হয় বিল্লি।

০৫ ১০
Funniest Strange Train Station Names That Will Make You Laugh

৫) পঞ্জাবের জলন্ধর জেলায় গুরবচন সিং নামে এক সেনার নামে পরিচিত কালা বাকরা রেলস্টেশন আছে। ব্রিটিশ আমলে ওই সেনাকে সম্মানিত করেছিল ব্রিটিশ সরকার। তবে হিন্দিতে কালা বকরার অর্থ কালো ছাগল।

০৬ ১০
Funniest Strange Train Station Names That Will Make You Laugh

৬) মধ্য প্রদেশের ভোপালের কাছে রয়েছে সহেলি নামের রেলস্টেশন। এটি মধ্য রেলের নাগপুর ডিভিশনের অধীনে। সহেলি কথার অর্থ বন্ধু।

০৭ ১০
Funniest Strange Train Station Names That Will Make You Laugh

৭) হরিয়ানার পানিপথে রয়েছে দিওয়ানা নামের রেলস্টেশন।

০৮ ১০
Funniest Strange Train Station Names That Will Make You Laugh

৮) হিন্দিতে দাদু বা মায়ের বাবাকে বলা হয় নানা। নানা নামের রেলস্টেশন আছে রাজস্থানের উদয়পুরের কাছে সিরোহি পিন্ডওয়াড়ায়।

০৯ ১০
Funniest Strange Train Station Names That Will Make You Laugh

৯) নানা নামের রেলস্টেশন যদি থেকে থাকে তাহলে বাপই বা পিছিয়ে থাকবে। রাজস্থানের যোধপুরে রয়েছে বাপ নামের রেলস্টেশন।

১০ ১০
Funniest Strange Train Station Names That Will Make You Laugh

১০) মরুরাজ্য রাজস্থানেই রয়েছে ওধানিয়া চাচা নামের রেলস্টেশন।