১) ভারতের লাইফলাইন হল রেলওয়ে। ট্রেনে চেপেই প্রতিদিন নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করেন লাখ লাখ ট্রেন যাত্রী। দেশে রয়েছে এমন প্রচুর রেলস্টেশন যাদের নাম শুনলেই হাসি চেপে রাখা যায় না। বেশ কিছু অদ্ভুত নামের রেলস্টেশন আছে ভারতে।
৪) উত্তর প্রদেশের ভিলেমার কুন্ডিতে রয়েছে বিল্লি জংশন নামে রেলস্টেশন। হিন্দিতে বেড়ালকে বলা হয় বিল্লি।
৫) পঞ্জাবের জলন্ধর জেলায় গুরবচন সিং নামে এক সেনার নামে পরিচিত কালা বাকরা রেলস্টেশন আছে। ব্রিটিশ আমলে ওই সেনাকে সম্মানিত করেছিল ব্রিটিশ সরকার। তবে হিন্দিতে কালা বকরার অর্থ কালো ছাগল।
৬) মধ্য প্রদেশের ভোপালের কাছে রয়েছে সহেলি নামের রেলস্টেশন। এটি মধ্য রেলের নাগপুর ডিভিশনের অধীনে। সহেলি কথার অর্থ বন্ধু।
৮) হিন্দিতে দাদু বা মায়ের বাবাকে বলা হয় নানা। নানা নামের রেলস্টেশন আছে রাজস্থানের উদয়পুরের কাছে সিরোহি পিন্ডওয়াড়ায়।
৯) নানা নামের রেলস্টেশন যদি থেকে থাকে তাহলে বাপই বা পিছিয়ে থাকবে। রাজস্থানের যোধপুরে রয়েছে বাপ নামের রেলস্টেশন।