Denmark's Victoria wins Miss Universe title
মিস ইউনিভার্সের খেতাব জয় ডেনমার্ক সুন্দরী ভিক্টোরিয়ার
ব্রহ্মাণ্ড সুন্দরী হলেন ডেনমার্কের ভিক্টোরিয়া জায়ের থেইলভিগ। চলতি বছরের মিস ইউনিভার্স হয়েছেন ডেনমার্কের তরুণী ভিক্টোরিয়া
- Published by: Bangla Jago Desk
- Posted:November 17, 2024 8:25 pm
- Updated:November 17, 2024 8:25 pm
০১
৮
ব্রহ্মাণ্ড সুন্দরী হলেন ডেনমার্কের ভিক্টোরিয়া জায়ের থেইলভিগ। চলতি বছরের মিস ইউনিভার্স হয়েছেন ডেনমার্কের তরুণী ভিক্টোরিয়া
০২
৮
রবিবার মেক্সিকোর মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে বসেছিল সৌন্দর্য প্রতিযোগিতার আসর
০৩
৮
৩) এবার ৭৩তম মিস ইউনিভার্সের আসর বসে। মিস ইউনিভার্স হিসাবে ভিক্টোরিয়াকে মুকুট পরান গতবারের বিজয়ী মিস নিকারাগুয়া শেয়নিস পালাসিও।
০৪
৮
৪) ২১ বছরের ডেনমার্ক সুন্দরী ভিক্টোরিয়া পেশায় একজন নৃত্যশিল্পী, উদ্যোগপতি, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সমাজকর্মী ও উঠতি আইনজীবী ।
০৫
৮
৫) ৭৩তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ১২৫ জন প্রতিযোগী অংশ নেন।
০৬
৮
৬) ফার্স্ট রানার আপ হন নাইজেরিয়ার চিদিম্মা আদেতশিনা।
০৭
৮
৭) মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান হন সেকেন্ড রানার আপ।
০৮
৮
৮) সুস্মিতা সেনের মিস ইউনিভার্স খেতাব জয়ের এবছর ৩০ বছর পূর্ণ হল। কিন্তু এবার সেরা ১২ তে ঠাঁই হয়নি ভারতের প্রতিযোগী রিয়া সিংহর।