ad
ad

Breaking News

August 15

ভারত ছাড়া আর যে সব দেশও স্বাধীনতা দিবস পালন করে ১৫ আগস্ট

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। অনেক রক্তের বিনিময়ে আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছি।

০১
Countries other than India celebrate Independence Day on August 15

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। অনেক রক্তের বিনিময়ে আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছি। শুধু ভারত নয়, ১৫ অগাস্ট দিনটা পৃথিবীর আরও ৫টি দেশ একইরকম আনন্দ উদ্দীপনায় স্বাধীনতা দিবস হিসাবে পালন করে।

০২
Countries other than India celebrate Independence Day on August 15

১৯৪৫ সালে জাপানের হাত থেকে মুক্তি পেয়েছিল কোরিয়া। এরপর ২ কোরিয়া ভেঙে যায়। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া তৈরি হয়। এখন এই ২ কোরিয়াই ১৫ অগাস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে। ২ প্রান্তেই ন্যাশনাল লিবারেশন ডে বা স্বাধীনতা দিবস পালন করে পূর্ণ মর্যাদায়।

ad
০৩
Countries other than India celebrate Independence Day on August 15

দক্ষিণ কোরিয়া রেস্টোরেশন অফ লাইট ডে আর উত্তর কোরিয়া লিবারেশন ডে পালন করে।

০৪
Countries other than India celebrate Independence Day on August 15

১৫ অগাস্ট ১৯৬০ সালে মুক্তির স্বাদ পেয়েছিল আফ্রিকার ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো। আফ্রিকার এই দেশে ছিল ফরাসি উপনিবেশ। ফরাসিদের নিয়ন্ত্রণে থাকা কঙ্গো ১৯৬০ সালের ১৫ অগাস্ট ফরাসি নিয়ন্ত্রণ থেকে মুক্তি পায়।

০৫
Countries other than India celebrate Independence Day on August 15

দ্বীপরাষ্ট্র বাহরেন ১৯৭১ সালে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশের মর্যাদা পায়। ১৫ অগাস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয় বাহরেনে।

০৬
Countries other than India celebrate Independence Day on August 15

পৃথিবীর অন্যতম ক্ষুদ্র দেশ লিশটেনস্টাইন। ইউরোপের এই দেশটি ১৫ অগাস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে