ad
ad

Breaking News

Mamata Banerjee

ফিটনেস-এ তাক লাগালেন মুখ্যমন্ত্রী, জনসংযোগ সারতে উঠে পড়লেন বাঁশের ব্যারিকেডে

বিভিন্ন ইস্যুতে পদযাত্রায় বা নির্বাচনী পদযাত্রায় কলকাতা মহানগরী দেখেছে মাইল এর পর মাইল মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটতে।

০১
Chief Minister focuses on fitness, climbs bamboo barricade to conduct public relations

এক অন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখল আলিপুরদুয়ারের কালচিনি। এমনিতেই ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে জনসংযোগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা নেই। যখন রাজনৈতিক কর্মসূচি থাকে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেঁটে বা ছুটে হাঁপিয়ে যান সকলেই।

০২
Chief Minister focuses on fitness, climbs bamboo barricade to conduct public relations

বিভিন্ন ইস্যুতে পদযাত্রায় বা নির্বাচনী পদযাত্রায় কলকাতা মহানগরী দেখেছে মাইল এর পর মাইল মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটতে। জেলা শহরেও এ ধরনের বহু কর্মসূচিতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তবে আলিপুরদুয়ারে এ এক অন্য মমতা। জনসংযোগ রক্ষা করতে তিনি উঠে পড়লেন বাঁশের ব্যারিকেডে। সেখান থেকে হাত বাড়িয়ে আমজনতার সঙ্গে হাত মেলালেন।

ad
০৩
Chief Minister focuses on fitness, climbs bamboo barricade to conduct public relations

জনগণের মধ্যে নিজেকে মিশিয়ে দিলেন। আপ্লুত সাধারণ মানুষ। তরাই-ডুয়ার্সের কালচিনিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। সেই অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মঞ্চে ওঠার আগে তিনি হাত নাড়িয়ে জনতাকে শুভেচ্ছা জানান। তারপর হেঁটে চলে যান সোজা জনতার পাশে।

০৪
Chief Minister focuses on fitness, climbs bamboo barricade to conduct public relations

বাঁশের ব্যারিকেডের এপ্রান্ত থেকে হাত মেলাতে কিছুটা অসুবিধা হওয়ায় উঠে পড়লেন ব্যারিকেড-এর ওপর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিটনেস দেখে চমকিত সাধারণ মানুষ। যেভাবে তিনি বাঁশের উপর ভর দিয়ে উঠলেন এবং জনগণের সঙ্গে হাত মেলালেন তা দেখে তাজ্জব বনে গেলেন আমজনতা।

০৫
Chief Minister focuses on fitness, climbs bamboo barricade to conduct public relations

ব্যারিকেডের যে প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জনসংযোগ সারেন সেখানে বসেছিলেন মাদারিহাট থেকে আসা সাধারণ মানুষ। তাদের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মেলান। উচ্ছ্বসিত হয়ে ওঠেন প্রত্যন্ত এলাকার মানুষগুলো। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর এই ফিটনেস দেখে কার্যত অবাক আধিকারিক থেকে শুরু করে অন্যান্যরা।