ad
ad

Breaking News

Chester City

Chester City: ভেনিস না লন্ডন, বিশ্বের সবচেয়ে সুন্দর শহরের খেতাব মাথায় উঠল কোন শহরের

০১
Chester City Named World’s Most Beautiful City

১) বিশ্বের সবচেয়ে সুন্দর শহরের খেতাব উঠল ব্রিটেনের প্রাচীন শহর চেস্টারের মাথায়।

০২
Chester City Named World’s Most Beautiful City

২) শহরে আসলেই চোখে পড়বে আঁকাবাঁকা রাস্তা, অসাধারণ স্থাপত্য ও পুরোনো সাজানো গোছানো বাড়িঘর। অনলাইন মর্টগেজ অ্যাডভাইসর নামক সংস্থার করা গোটা বিশ্বের বিভিন্ন শহরের ওপর সমীক্ষার ভিত্তিতে ভেনিস ও লন্ডনকে হারিয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর শহরের খেতাব জিতেছে চেস্টার।

ad
০৩
Chester City Named World’s Most Beautiful City

৩) চেস্টারে রয়েছে চেস্টার ক্যাথিড্রালের মতো আইকনিক ল্যান্ডমার্ক। ব্রিটেনের সবচেয়ে বড়ো রোমান অ্যাম্পিথিয়েটার রয়েছে চেস্টারে।

০৪
Chester City Named World’s Most Beautiful City

৪) রোমান আমলের দেওয়াল সযত্নে সংরক্ষণ করা হয়েছে চেস্টারে। ব্রিটেনের সবচেয়ে পুরনো রেসকোর্স রয়েছে চেস্টারে।

০৫
Chester City Named World’s Most Beautiful City

৫) খ্রিস্টাব্দ ৭৯ সালে নির্মিত রোমান দুর্গের অংশ ছিল চেস্টার শহর। এটি ছিল রোমান আমলের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি।

০৬
Chester City Named World’s Most Beautiful City

৬) চেস্টার শহরের ঐতিহাসিক ল্যান্ডমার্ক হল ইস্টগেট ঘড়ি। স্টেন গ্লাসের সুদৃশ্য জানলা ও অসাধারণ স্থাপত্য দেখা যায় চেস্টার ক্যাথিড্রালে।

০৭
Chester City Named World’s Most Beautiful City

৭) ১৩ শতকে নির্মিত ২ তলা মধ্যযুগের শপিং আর্কেড চেস্টার রো রয়েছে এই শহরে। কাঠের তৈরি সুদৃশ্য শপিং মলে রয়েছে একাধিক বুটিক, কাফে, দোকান। এছাড়াও চেস্টার জ্যুতে রয়েছে ৫০০ প্রজাতির ২১ হাজার পশুপাখি।