২) শহরে আসলেই চোখে পড়বে আঁকাবাঁকা রাস্তা, অসাধারণ স্থাপত্য ও পুরোনো সাজানো গোছানো বাড়িঘর। অনলাইন মর্টগেজ অ্যাডভাইসর নামক সংস্থার করা গোটা বিশ্বের বিভিন্ন শহরের ওপর সমীক্ষার ভিত্তিতে ভেনিস ও লন্ডনকে হারিয়ে বিশ্বের সবচেয়ে সুন্দর শহরের খেতাব জিতেছে চেস্টার।
৩) চেস্টারে রয়েছে চেস্টার ক্যাথিড্রালের মতো আইকনিক ল্যান্ডমার্ক। ব্রিটেনের সবচেয়ে বড়ো রোমান অ্যাম্পিথিয়েটার রয়েছে চেস্টারে।
৪) রোমান আমলের দেওয়াল সযত্নে সংরক্ষণ করা হয়েছে চেস্টারে। ব্রিটেনের সবচেয়ে পুরনো রেসকোর্স রয়েছে চেস্টারে।
৫) খ্রিস্টাব্দ ৭৯ সালে নির্মিত রোমান দুর্গের অংশ ছিল চেস্টার শহর। এটি ছিল রোমান আমলের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি।
৬) চেস্টার শহরের ঐতিহাসিক ল্যান্ডমার্ক হল ইস্টগেট ঘড়ি। স্টেন গ্লাসের সুদৃশ্য জানলা ও অসাধারণ স্থাপত্য দেখা যায় চেস্টার ক্যাথিড্রালে।