ad
ad

Breaking News

Glass Flower

বৃষ্টির ফোঁটা পড়তেই রং বদল! ‘কাচ ফুলে’র-এই বৈশিষ্ট্য অবাক করবে আপনাকেও

বৃষ্টি হলে কোষের জল প্রসারিত হয়ে পাপড়ি স্বচ্ছ হয়ে যায়। এই অভিযোজন ফুলকে আরও বেশি করে সূর্যালোক শোষণ করতে সাহায্য করে।

০১ ১০
Changes color when raindrops fall! This feature of 'Glass Flower' will surprise you too

১) গ্লাস ফ্লাওয়ার বা কাচ ফুল স্কেলিটন ফ্লাওয়ার হিসাবে বেশি পরিচিত

০২ ১০
Changes color when raindrops fall! This feature of 'Glass Flower' will surprise you too

২) এর বৈজ্ঞানিক নাম Diphylleia grayi। বারবারিডেসি উদ্ভিদ পরিবারের অন্তর্ভুক্ত।

ad
০৩ ১০
Changes color when raindrops fall! This feature of 'Glass Flower' will surprise you too

৩) মধ্য ও উত্তর জাপানের হনশু, হোক্কাইডো, মাউন্ট ডেইজেন, সাখালিন অঞ্চলে দেখা যায় এই ফুলের।

০৪ ১০
Changes color when raindrops fall! This feature of 'Glass Flower' will surprise you too

৪) বিরল প্রজাতির এই ফুল গরম ও বসন্ত কালে পাহাড়ের ঢালে একটু আর্দ্র জায়গায় সাদা ছাতার মতো গুচ্ছকারে ফুটে থাকে।

০৫ ১০
Changes color when raindrops fall! This feature of 'Glass Flower' will surprise you too

৫) অপরূপ সুন্দর ফুলের ওপর বৃষ্টির জলের ফোঁটা পড়লেই হয় রহস্যময় বদল।

০৬ ১০
Changes color when raindrops fall! This feature of 'Glass Flower' will surprise you too

৬) সাদা রঙের চার থেকে ৬টি পাপড়ি হয়। মে থেকে জুলাই পর্যন্ত ফুল ফোটে। ছয়ের দশকে জাপানি উদ্ভিদবিদ ইয়ানাগি কিমুরা এই ফুলের আবিষ্কার করেন।

০৭ ১০
Changes color when raindrops fall! This feature of 'Glass Flower' will surprise you too

৭) বৃষ্টির জল ফুলের পাপড়ির ওপর পড়লেই সাদা রঙ ধুয়ে কাচের মতো স্বচ্ছ হয়ে ওঠে।

০৮ ১০
Changes color when raindrops fall! This feature of 'Glass Flower' will surprise you too

৮) রঙ হারিয়ে কঙ্কালে পরিণত হয় বলে এই ফুলকে স্কেলিটন ফ্লাওয়ার বলা হয়। আবার জলে ধুয়ে কাচের মতো স্বচ্ছ হয়ে যায় বলে গ্লাস ফ্লাওয়ার বলা হয়।

০৯ ১০
Changes color when raindrops fall! This feature of 'Glass Flower' will surprise you too

৯) পাতলা স্তর আছে পাপড়ির কোষে। প্রচুর পরিমাণে জল থাকে। বৃষ্টি হলে কোষের জল প্রসারিত হয়ে পাপড়ি স্বচ্ছ হয়ে যায়। এই অভিযোজন ফুলকে আরও বেশি করে সূর্যালোক শোষণ করতে সাহায্য করে।

১০ ১০
Changes color when raindrops fall! This feature of 'Glass Flower' will surprise you too

১০) বৃষ্টি না হলে বা জল শুকিয়ে গেলে আবার সাদা রঙ ফিরে আসে।