ad
ad

Breaking News

Monsoon Waterfalls

Monsoon Waterfalls: মোহময়ী বর্ষায় দেশের সেরা জলপ্রপাতের খোঁজ

অঝোর ধারায় উঁচু থেকে ঝরে পড়া জলরাশি দেখা মনে এক অসাধারণ রোম্যান্টিসিজমের জন্ম দেয়।

০১ ১১
Monsoon Waterfalls: Top Waterfalls in India to Visit This Monsoon

১) বর্ষার সময় জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য আরও অপরূপ হয়ে ওঠে (Monsoon Waterfalls)। অঝোর ধারায় উঁচু থেকে ঝরে পড়া জলরাশি দেখা মনে এক অসাধারণ রোম্যান্টিসিজমের জন্ম দেয়। বর্ষাকালে ভারতের বিভিন্ন জায়গায় থাকা অপরূপ জলপ্রপাত দেখতে যেতে পারেন। যেমন, অরুণাচল প্রদেশের ১০০ মিটার উঁচু নুরানাং ফলস। তাওয়াঙের কাছে জং টাউনে রয়েছে জলপ্রপাত। মে থেকে নভেম্বর বেড়ানোর আদর্শ সময়।

০২ ১১
Monsoon Waterfalls: Top Waterfalls in India to Visit This Monsoon

২) উত্তরাখণ্ডের প্রত্যন্ত অঞ্চলে পাথরে ঢাকা এলাকায় রয়েছে মেঘালাই ফলস। মেঘালয়ের রাজধানী শিলংয়ের কাছে রয়েছে ৫০ ফুট উঁচু এলিফ্যান্টা ফলস।

ad
০৩ ১১
Monsoon Waterfalls: Top Waterfalls in India to Visit This Monsoon

৩) পশ্চিমঘাট পর্বতমালায় গন সবুজের সমারোহে রয়েছে দুধসাগর জলপ্রপাত। খুব উঁচু থেকে ঝরে পড়া জলরাশি দেখতে গোয়ায় আসেন পর্যটকরা।

০৪ ১১
Monsoon Waterfalls: Top Waterfalls in India to Visit This Monsoon

৪) কর্নাটকের বারকানা ফলস এক স্বল্প পরিচিত জলপ্রপাত। পশ্চিমঘাট পর্বতমালায় জঙ্গলের ভেতর রয়েছে ২৫৯ মিটার উঁচু জলপ্রপাত।

০৫ ১১
Monsoon Waterfalls: Top Waterfalls in India to Visit This Monsoon

৫) হিমাচল প্রদেশের রাজধানী শিমলা থেকে ৪৫ মিনিট দূরে অবস্থিত ১০০ মিটার উঁচু চ্যাডউইক জলপ্রপাত।

০৬ ১১
Monsoon Waterfalls: Top Waterfalls in India to Visit This Monsoon

৬) রাজস্থানের বুন্দি জেলায় আরাবল্লী পর্বতমালায় রয়েছে ভিমলাত জলপ্রপাত। জুলাই থেকে সেপ্টেম্বর বেড়ানোর আদর্শ সময়।

০৭ ১১
Monsoon Waterfalls: Top Waterfalls in India to Visit This Monsoon

৭) কেরালার ইদ্দুকি জেলায় চিন্নার অভয়ারণ্যের ভেতরে রয়েছে ৮৪ ফুট উঁচু থুভানাম জলপ্রপাত। জুন থেকে অক্টোবর বেড়ানোর আদর্শ সময়।

০৮ ১১
Monsoon Waterfalls: Top Waterfalls in India to Visit This Monsoon

৮) কর্নাটকের উদুপি জেলায় রয়েছে কুদলুতীর্থ জলপ্রপাত। ঘন চিরসবুজ অভয়ারণ্যের ভেতরে রয়েছে ১২৬ ফুট উঁচু জলপ্রপাত।

০৯ ১১
Monsoon Waterfalls: Top Waterfalls in India to Visit This Monsoon

৯) মেঘালয় রয়েছে ভারতের চতুর্থ সর্বোচ্চ জলপ্রপাত নোহকালাই ফলস যা সেভেন সিস্টার ফলস নামে পরিচিত। ৭টি ধারায় উঁচু থেকে ঝরে পড়ে জলরাশি।

১০ ১১
Monsoon Waterfalls: Top Waterfalls in India to Visit This Monsoon

১০) কেরালার সর্বোচ্চ জলপ্রপাত হল আথিরাপিল্লি জলপ্রপাত।

১১ ১১
Monsoon Waterfalls: Top Waterfalls in India to Visit This Monsoon

১১) ভারতের নায়াগ্রা বলে পরিচিত চিত্রকূট জলপ্রপাত। ছত্তিসগড়ের বস্তার জেলায় রয়েছে এই জলপ্রপাত।