চিত্র: সংগৃহীত
View this post on Instagram
ইতিমধ্যে এই ভিডিওটি ১০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। রোহিত সিং রাজাওয়াত-এর নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিও-টিতে ওই ব্যক্তির নাচে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হাসতে দেখা যায় তাঁর স্ত্রী জয়শ্রীকে। রোহিত তাঁর নাচের সঙ্গে “কহো না প্যার হ্যায়” সিনেমার আইকনিক হুক স্টেপটিও যুক্ত করে নিয়েছইল।
এই ভিডিও-র ক্যাপশনে লেখা রয়েছে, “যখন সে প্রকাশ্যে তার ভালোবাসা প্রকাশ করতে ভয় পান না”। এই ক্যাপশন দেখে দম্পতির আনন্দপূর্ণ ভিডিও-প্রকাশের মূল ভাবনাটি সবার সামনে উঠে এসেছে।
এই ভিডিও দেখে বহু মানুষ দম্পওির জন্য অনেক অনেক মন্তব্য করেছেন। একজন দম্পতির প্রশংসা করে লিখেছেন, “এটি খাঁটি ভালোবাসা। এত সুন্দর এক দম্পতি!” অন্য একজন মন্তব্য করেছেন, “আমিও তাদের সাথে হাসছি, এই হল সত্যিকারের ভালোবাসা!” অপর এক নেট ব্যবহারকারী বলেছেন, “তিনি যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে নাচছেন তা খুবই সুন্দর। খুবই সতেজ!” এমনই একাধিক মন্তব্য উঠে এসেছে তাঁদের এই ভিডিওতে।