ad
ad

Breaking News

Viral Video

“ইউ আর মাই সোনিয়া”-গানের হুক স্টেপে স্ত্রীকে ভালোবাসা প্রকাশ, ভাইরাল ভিডিও

সম্প্রতি নেট-দুনিয়ায় বহু মানুষের হৃদয় স্পর্শ করেছে এক ভাইরাল ভিডিও।

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সম্প্রতি নেট-দুনিয়ায় বহু মানুষের হৃদয় স্পর্শ করেছে এক ভাইরাল ভিডিও। সেই ভিডিও-তে দেখা গিয়েছে, রাজস্থানের এক ব্যক্তি “কভি খুশি কভি গম” সিনেমার জনপ্রিয় গান “ইউ আর মাই সোনিয়া”-গানে তাল মিলিয়ে নিজের স্ত্রীর সঙ্গে অসাধারণ নাচে মেতে উঠেছেন। সেখানে তাঁর স্ত্রী কিছুটা লজ্জা পেলেও, লোকসমাজের সামনে স্ত্রীর কাছে ভালবাসা প্রকাশ করতে লজ্জা বা ভয় পাননি তিনি। জয়শ্রী তানওয়ার এবং কুনওয়ার রোহিত সিং রাজাওয়াত কর্তৃক ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিও এখন সমাজমাধ্যমে রীতিমত ভাইরাল।
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaishree Tanwar🌸 (@jaishree___tanwar)

ইতিমধ্যে এই ভিডিওটি ১০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। রোহিত সিং রাজাওয়াত-এর নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিও-টিতে ওই ব্যক্তির নাচে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হাসতে দেখা যায় তাঁর স্ত্রী জয়শ্রীকে। রোহিত তাঁর নাচের সঙ্গে “কহো না প্যার হ্যায়” সিনেমার আইকনিক হুক স্টেপটিও যুক্ত করে নিয়েছইল।

এই ভিডিও-র ক্যাপশনে লেখা রয়েছে, “যখন সে প্রকাশ্যে তার ভালোবাসা প্রকাশ করতে ভয় পান না”। এই ক্যাপশন দেখে দম্পতির আনন্দপূর্ণ ভিডিও-প্রকাশের মূল ভাবনাটি সবার সামনে উঠে এসেছে।

এই ভিডিও দেখে বহু মানুষ দম্পওির জন্য অনেক অনেক মন্তব্য করেছেন। একজন দম্পতির প্রশংসা করে লিখেছেন, “এটি খাঁটি ভালোবাসা। এত সুন্দর এক দম্পতি!” অন্য একজন মন্তব্য করেছেন, “আমিও তাদের সাথে হাসছি, এই হল সত্যিকারের ভালোবাসা!” অপর এক নেট ব্যবহারকারী বলেছেন, “তিনি যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে নাচছেন তা খুবই সুন্দর। খুবই সতেজ!” এমনই একাধিক মন্তব্য উঠে এসেছে তাঁদের এই ভিডিওতে।