ad
ad

Breaking News

Viral Video

বরফের উপর খেলে বেড়াচ্ছে সাদা চিতা! ভাইরাল সেই দৃশ্য

জানা গেছে, ভারতের একাধিক অংশে যেমন লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশের কিছু অংশে দেখা যায় এই সাদা চিতা। আপাতত ভারতে ৭০০ টিরও বেশি সাদা চিতা আছে।

White leopard playing on the snow! The viral video

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: দূর দূরান্ত পর্যন্ত কেবলই দেখা যাচ্ছে শ্বেত শুভ্র বরফে ঢাকা পাহাড়। পুরো পাহাড় গুলিকে ঢেকে রেখেছে এই সাদা তুষার। খাড়া ভাবে দাঁড়িয়ে রয়েছে এই পাহাড়।  এই পাহাড়ের শৃঙ্গ অনেক উঁচু। আর এই সাদা বরফে ঢাকা পাহাড়ের গা বেয়ে নেমে আসছে দুই ভূত। যাকে বলা হচ্ছে পাহাড়ের ভূত। গায়ের মধ্যে দেখা যাচ্ছে কালো ছোপ। সারা শরীরে সাদা রঙের পুরু লোম। আসলে তারা হল একজোড়া তুষার চিতা বাঘ বা স্নো লেপার্ড । ইতিমধ্যে লাদাখের বরফ আবৃত পাহাড়ে এই দুই প্রাণীর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে নাগরিকরা যথেষ্ট উচ্ছ্বসিত।

আই এ এস সুপ্রিয়া সাহুর এক্স হন্ডেল থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিও পোস্ট করা মাত্রই তা বন্যপ্রেমীদের মন কেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এই দুই সাদা চিতা পাহাড়ের ঢালে একে অপরের সঙ্গে খেলায় মেতে উঠেছে। একে অপরকে পিছু তারা করছে আবার কখনো একে অপরের ঘাড়ে চেপে বসছে।  তুষারের মধ্যে চিতাবাঘরা নিজেদের এমন ভাবে লুকিয়ে রাখে যে তাদের দেখা পাওয়া এত সহজ হয় না তবে লাদাখের এই সৌন্দর্য যেন মন কেড়েছে বন্যপ্রাণ প্রেমীদের।

এই ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং এই ভিডিওতে নাগরিকরা লাইক এবং কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে। একজন লিখেছেন লাদাখের জান্সকার যেন স্বর্গ স্বরূপ। জানা গেছে, ভারতের একাধিক অংশে যেমন লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশের কিছু অংশে দেখা যায় এই সাদা চিতা। আপাতত ভারতে ৭০০ টিরও বেশি সাদা চিতা আছে।