চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বিদেশে বেড়ানোই হোক কিংবা কাজের প্রয়োজনে যেতে হলে ভিসা পাওয়া অনেক সময় ঝকমারি হয়ে দাঁড়ায়। কিন্তু জানেন কি অনেক বিদেশি রাষ্ট্র আছে যেখানে ভিসা ছাড়া অনায়াসে ভারতীয়রা যেতে পারেন। ভারতীয় পাসপোর্ট থাকলেই যাওয়া সম্ভব (Visa Free)।
হিমালয়ের কোলে শান্ত পাহাড়ি দেশ ভুটান। ছবির মতো সাজানো গোছানো এই দেশে বেড়াতে গেলে কোনো ভারতীয়র ভিসা লাগে না। ভোটার কার্ড, পাসপোর্টের মতো সচিত্র পরিচয়পত্র থাকলেই হবে। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও ভুটানে গেলে বহু বৌদ্ধ গুম্ফা দেখা যায়।
ভুটানের মতোই ভারতের আরেক পড়শি দেশ হল নেপাল। ভিসা ছাড়া ভারতীয়রা নেপালে যেতে পারেন (Visa Free)।
দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় রয়েছে অসাধারণ সমুদ্র সৈকত, প্রাচীন মন্দির। আর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের ওপর অবস্থিত ইন্দোনেশিয়ায় রয়েছে আগ্নেয়গিরি। ভিসা ছাড়া এই দ্বীপরাষ্ট্রে ভারতীয়রা ১ মাস পর্যন্ত থাকতে পারেন।
ছোট্ট দ্বীপরাষ্ট্র সেশেলস বিখ্যাত স্নরকেলিং, স্কুবা ডাইভিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য। ভারত মহাসাগরের কোলে ছোট্ট দ্বীপরাষ্ট্রে ভারতীয়রা ভিসা ছাড়া ৩ মাস পর্যন্ত থাকতে পারেন। তবে এদেশে ঢুকতে হলে বিমানের রিটার্ন টিকিট আর হোটেল বুকিংয়ের প্রমাণপত্র দেখাতে হবে বাধ্যতামূলক ভাবে।
ফুকেতের অসাধারণ সমুদ্র সৈকত হোক কিংবা ব্যাঙ্ককের স্ট্রিট শপিং, সবকিছুর জন্যই সমান আকর্ষণীয় তাইল্যান্ড। দ্বীপরাষ্ট্র তাইল্যান্ডেও ভিসা ছাড়াই ভারতীয়রা বেড়াতে যেতে পারেন (Visa Free)।
ভারত মহাসাগরের কোলে অপরূপ সুন্দর মরিশাসে ৯০ দিন পর্যন্ত যে কোনো ভারতীয় থাকতে পারেন ভিসা ছাড়া।
প্রকৃতিপ্রেমিক হলে আপনার গন্তব্য হতেই পারে ক্যারাবীয় দ্বীপপুঞ্জের দেশ বার্বাডোজ, জামাইকা ও ডমিনিকা রিপাবলিক নামক ৩ দেশে। বার্বাডোজ ও জামাইকায় ভিসা ছাড়া ভারতীয়র যেতে পারেন। ডমিনিকা রিপাবলিকে ৬ মাস পর্যন্ত ভিসা ছাড়া ভারতীয়রা থাকতে পারেন। ৩টি দেশেই ব্রিটিশ ঔপনিবেশিক চার্ম পাওয়া যায়। আমুদে লোকজন। অসাধারণ সমুদ্র সৈকত দেখতে পাবেন (Visa Free)।