চিত্র : সংগ্রহিত
Bangla Jago Desk : ট্রেনের মাথায় উঠে নাচ! এক কোচ থেকে আরেক কোচে যেতে জোর লাফ! মহিলার স্টান্ট দেখে অবাক নেট ইউজাররা। ইনস্টাগ্রামে ‘দ্য মিম পার্টি’ নামে একটি পেজে এই ভিডিও শেয়ার করা হয়েছে।
জানা যায়, ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রেনের মাথায় উঠে ছুটছেন এক মহিলা। লাফিয়ে চলে যাচ্ছেন এক কোচ থেকে অন্য কোচে। শুধু তাই নয়, নাচও করলেন ট্রেনের ওপরে উঠে! ভিডিওটি পোস্ট হতেই হু হু করে বাড়ছে ভিউয়ারের সংখ্যা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বাংলা জাগো’।
View this post on Instagram
অনেকে মোবাইল গেম ‘সাবওয়ে সার্ফার’-এর সঙ্গে এই ঘটনার তুলনা করেন। ভিডিও-র ক্যাপশনেও লেখা ‘সাবওয়ে সার্ফার ইন রিয়েল লাইফ’। কিছু নেটিজেন স্টান্টটিকে চিত্তাকর্ষক বলে মনে করছেন। কিন্তু অনেকেই এই ঘটনা বিপজ্জনক বলে অভিহিত করছেন। কেউ কেউ বলছেন, ‘মারাত্মক পরিণতি হতে পারত ওই মহিলার’। আরেকজন নেটিজেন এই ভিডিও দেখে লিখছেন, ‘এই মহিলাই জীবনটাকে উপভোগ করছেন’। ট্রেন হঠাৎ ব্রেক মারলে কী হত ভেবে শিউড়ে উঠছেন অনেকেই।