চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : মহা ধুমধামে শুরু হয়ে গিয়েছে প্রয়াগরাজে কুম্ভ মেলা। ভিড় জমিয়েছে সাধারণ সাধুসন্ত থেকে শুরু করে কোটি কোটি মানুষ। সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে গেছেন এই মেলায়। এসেছেন বহু বিদেশি পর্যটকেরাও। যত জনসমাগম বাড়বে ততোই বাড়বে উদ্ভট সব কর্মকাণ্ড। চলতি বছরের কুম্ভ মেলায় দেখা গিয়েছে বহু বাবা। অ্যাম্বাসাডর বাবা, চাওয়ালা বাবা থেকে শুরু করে পরিবেশ বাবা। আর এই সব বাবাদের মধ্যে নজর কাড়ল আরও এক বাবা। এক ইউটিউবারের একাধিক প্রশ্নের উত্তরে রেগে গিয়ে হাতের কাছে থাকা চিমটে দিয়ে ওই ব্যক্তিকে বেধড়ক মারধোর করলেন সেই বাবা। যা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই মারমুখী বাবার ভিডিয়ো।
View this post on Instagram
যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় সেখানে দেখা যাচ্ছে ওই সাধু পড়ে রয়েছে গেরুয়া রঙের বস্ত্র। মাথা ভর্তি জটা। তিনি যে তাবুতে রয়েছেন সেই তাঁবুর মধ্যে প্রবেশ করে তাঁর সাক্ষাৎকার নিচ্ছেল একজন প্রভাবী সমাজমাধ্যম। কিছু প্রশ্নের উত্তর দেওয়ার পরেই রগচটা সাধু আচমকাই খেপে ওঠেন তার উপর। আর তারপর হাতে থাকা চিমটে দিয়েই বেধড়ক মারধোর করলেন প্রভাবী ইউটিউবারকে। সাধুর এই মারমুখী হওয়া ব্যবহার দেখে তড়িঘড়ি সেখান থেকে ছুটে পালান ওই ইউটিউবার। ইতিমধ্যেই এই ভিডিয়ো ১ লক্ষ ৮০ হাজার মানুষ দেখে নিয়েছেন।
ভিডিয়োতে লাইকের সংখ্যা ৬ লক্ষের ও বেশি। কমেন্টের সেকশন ও ভরে গিয়েছে। বেশিরভাগ মানুষ এই ঘটনাকে হাস্যকর হিসেবে দেখেছেন। অনেকে আবার বলেছেন নিশ্চয় এই ইউটিউবার এমন কিছু প্রশ্ন করেছেন যাতে বাবা রীতিমত খেপে গিয়েছে।