চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : সমাজ গড়ার কারিগর হলেন শিক্ষক। আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্র ছাত্রী। আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করে এবং নতুন পথের দিশা দেখান শিক্ষক। এই শিক্ষক দিবসের শুভ দিনে সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা যখন ‘হ্যাপি টিচার্স ডে’ পালন করতে ব্যস্ত তখনই প্রকাশ্যে এলো এক হৃদয়গ্রাহী ভিডিও। যা সোশ্যাল মিডিয়ার পোস্ট হতেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। কি সেই ভিডিও?
My fav #TeachersDay video
#शिक्षक_दिवस pic.twitter.com/lG6DOk9cJF— Raja Babu (@GaurangBhardwa1) September 5, 2024
[ আরও পড়ুন : Karam Puja: করম পুজোর দিন সরকারি ছুটি ঘোষণা, বিজ্ঞপ্তি জারি নবান্নের ]
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এখন টিচার্স ডে সেলিব্রেশানের নানান ভিডিও এবং ছবি ঘুরে বেড়াচ্ছে। কে কিভাবে এই বিশেষ দিনটি শিক্ষকের সাথে উদযাপন করেছেন তার কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তবে সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ছাত্র স্নোর স্প্রে দিয়ে শিক্ষক দিবস উদযাপন করছেন। ক্লাসে উপস্থিত অন্যান্য ছাত্রছাত্রীরা ব্যাপারটি বেশ উপভোগ করছে। কেউ হাততালি দিচ্ছে আবার কেউ শিক্ষককে শুভেচ্ছা জানাচ্ছে। সবাই যেন আনন্দে আত্মহারা। এই ওকে সব ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎ বদলে গেল ক্লাসরুমের চিত্র। ভিডিওটিতে দেখা যাচ্ছে যখন একজন ছাত্র স্নো স্প্রে নিয়ে শিক্ষকের দিকে এগিয়ে যান তখন শিক্ষক এই মহোৎসবটি উপভোগের পরিবর্তে ছাত্রকে মারধর করেন। ঐ শিক্ষককে টেবিলে ফেলে তাকে বেধারক মারধর করতে থাকেন। অপরদিকে ক্লাসরুমে উপস্থিত বাকি ছাত্র-ছাত্রীরা একেবারে চুপ হয়ে যায়।
[ আরও পড়ুন : Kunal Ghosh: ‘বাংলাকে অশান্ত করতে চায় অপশক্তি’, দলীয় কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা কুণালের ]
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে বেশ ভিউজ অর্জন করেছে। কমেন্ট বক্স ভরে গিয়েছে কমেন্টে। পোস্ট করা ভিডিও ক্যাপশনে লেখা ছিল, ” আমার প্রিয় শিক্ষক দিবসের ভিডিও”। নেটিজেনরা পোস্ট করা ভিডিওটির তীব্র সমালোচনা করেছেন।