ad
ad

Breaking News

Strawberry Moon

Strawberry Moon: ১৮ বছরে আরও একবার! রাতেই আকাশে ধরা দেবে ‘স্ট্রবেরি মুন’

স্ট্রবেরী মুন ১৮ বছরের একবার এই মহাজাতিক দৃশ্য দেখার সুযোগ হয় কলকাতার আকাশে দেখা মিলল।

strawberry moon 2025 rare lunar event visible in india

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago: বুধবার রাতের আকাশে এক আশ্চর্য দৃশ্যের সাক্ষী হতে চলেছেন আকাশপ্রেমীরা। এদিনের চাঁদ ‘স্ট্রবেরি মুন’ (Strawberry Moon) বলেই পরিচিত। বিশ্বের বহু দেশের মতো ভারত থেকেও দৃশ্যমান হবে এদিনের পূর্ণচন্দ্র। স্ট্রবেরী মুন ১৮ বছরের একবার এই মহাজাতিক দৃশ্য দেখার সুযোগ হয় কলকাতার আকাশে দেখা মিলল।

সত্যিই কি চাঁদ হয়ে উঠবে গোলাপি?

‘স্ট্রবেরি মুন’ বা গোলাপি চাঁদ- যে নামেই ডাকা হোক না কেন, তা কেবল নামেই রঙিন। আদপে চিরচেনা চাঁদ দেখা দেবে তার চির পরিচিত রূপেই। আসলে এই নামকরণের পিছনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। মূলত উত্তর আমেরিকার আদি জনগোষ্ঠীদের মানুষরা বসন্তের শেষ পূর্ণিমা হিসেবে ধরত জুন মাসের পূর্ণিমাকে। সেই সময়টা ছিল স্ট্রবেরির মরশুম। সেই থেকেই এই সময়ের পূর্ণিমার এমন নামকরণ।

আরও পড়ুন: Mahal Diram: অফবিট ভ্রমণের ঠিকানা—প্রকৃতির কোলে মাহালদিরাম

কেন এবারের পূর্ণিমাকে বিরল বলে ধরা হচ্ছে?

‘স্ট্রবেরি মুন’ (Strawberry Moon) প্রতি বছরই দেখা যায় বছরের এই সময়ে। কিন্তু এবারের পূর্ণিমা বিশেষ। আসলে এবছরের শুরুতে ঘটেছে ‘মেজর লুনার স্ট্যান্ডস্টিল’-এর মতো এক মহাজাগতিক ঘটনা, যার প্রভাব পড়বে এবারের পূর্ণিমাতেও। প্রতি সাড়ে আঠেরো বছর অন্তর এমন পরিস্থিতি তৈরি হয়। এই সময় সাধারণ অবস্থানের থেকে অনেকটা নিচে দেখা যায় চাঁদকে। অর্থাৎ দিগন্তের চরম উত্তর ও দক্ষিণ প্রান্তে ওঠানামা করে পৃথিবীর একমাত্র উপগ্রহ। ২০৪৩ সালের আগে আর এই দৃশ্য দেখা যাবে না।

Bangla Jago Fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

কখন দেখা যাবে?

বুধবার সন্ধে ৭টা ১৫ মিনিট থেকে ৮টার মধ্যে আজকের চাঁদ দেখার সবচেয়ে ভালো সময়। অর্থাৎ মোটামুটি সূর্যাস্তের ঠিক অব্যবহিত পরমুহূর্ত থেকেই আকাশে চোখ রাখা ভালো। স্বাভাবিক ভাবেই যেখানে দৃশ্যদূষণ সবচেয়ে কম এবং আকাশ যদি মেঘাচ্ছন্ন না থাকে, সেখানে এই অনিন্দ্যসুন্দর চাঁদের শোভার সাক্ষী হওয়া যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, পুণে, হায়দরাবাদ প্রভূত শহরের বাসিন্দারা সাক্ষী হতে চলেছেন এদিনের চাঁদ (Strawberry Moon) ও তার নরম জ্যোৎস্নার। ১৮ বছরে একবার দেখা মেলে এমন বিরল স্থির “স্ট্রবেরি মুন” বুধবার আকাশে, ধনু রাশিতে উদিত এই পূর্ণিমা মুক্তি, সম্প্রসারণ ও রূপান্তরের বার্তা বহন করে।