চিত্র - প্রতীকী
Bangla Jago Desk: শুনতে মজার মনে হলেও ব্যাপারটা একেবারে সত্যি—লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হতে যাচ্ছে এক অভিনব প্রতিযোগিতা, যার নাম ‘স্পার্ম রেস’। এমন একটি প্রতিযোগিতা হয়তো আগে বিজ্ঞান বইয়ে পড়েছেন, কিংবা ইন্টারনেটে কোনো মিমে দেখে হেসে উঠেছেন। কিন্তু এবার তা বাস্তবে রূপ নিতে চলেছে।
এই ব্যতিক্রমী আয়োজন করছে একটি নতুন স্টার্টআপ, ‘স্পার্ম রেসিং’। ২৫ এপ্রিল, হলিউড প্যালাডিয়ামে অনুষ্ঠিত হবে এই রেস, যেখানে হাজারের বেশি মানুষ দর্শক হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিযোগিতায় ‘অ্যাথলেট’ হিসেবে অংশ নেবে মানবদেহের ক্ষুদ্রতম কোষ—শুক্রাণু। চোখে দেখা না গেলেও, উন্নত প্রযুক্তির মাধ্যমে দর্শকরা দেখতে পারবেন এই মাইক্রো দৌড়ের প্রতিটি মুহূর্ত।
future of technology pic.twitter.com/NqVI3zdZH3
— Roy (@im_roy_lee) April 11, 2025
প্রতিযোগিতার জন্য বানানো হয়েছে বিশেষ একটি ট্র্যাক, যা মানুষের প্রজনন প্রক্রিয়ার আদলে তৈরি। হাই-রেজুলিউশন ক্যামেরার মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে রেসটি। যেন একটি আসল খেলাধুলার আসর—থাকছে প্রেস কনফারেন্স, লাইভ বিশ্লেষণ, এমনকি বাজিও। এই উদ্যোগকে সফল করতে স্টার্টআপটি ইতিমধ্যে এক মিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে।
এই পুরো আয়োজনকে অনেকে নিছক এক কৌতুক বা বিজ্ঞাপনী স্টান্ট ভাবতে পারেন। তবে এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য—পুরুষদের প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গত ৫০ বছরে বিশ্বজুড়ে শুক্রাণুর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। এই আশঙ্কাজনক তথ্যকে সামনে এনে, মজার ছলে হলেও, এই ইভেন্ট পুরুষদের নিজের শরীরের দিকে মনোযোগ দিতে উৎসাহিত করছে।
ধূমপান, অ্যালকোহল, মানসিক চাপ, ও অনিয়মিত খাদ্যাভ্যাস—সবকিছুই শুক্রাণুর গুণমান কমিয়ে দিতে পারে। তাই এই দৌড় শুধু প্রতিযোগিতা নয়, বরং এক বার্তা—নিজেকে ভালোবাসুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন।
অদ্ভুত হলেও অভিনব এই উদ্যোগ প্রমাণ করছে, সচেতনতা তৈরির পথ শুধু গুরুগম্ভীর নয়, কখনো কখনো একটু হাস্যরস মিশিয়েও করা যায় তা সফলভাবে।