চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: অনেকেই একা একা বেড়াতে যান (solo traveller)। জানাশোনা জায়গা হোক কিংবা অচেনা অজানা অফবিট জায়গায় অনেকেই একা একা বেড়াতে ভালোবাসেন। সোলো ট্রাভেল করলেও অবশ্যই করে নিন ট্রাভেল বিমা। কারণ, বেড়ানোর জায়গায় শরীর খারাপ হল, হাসপাতালে ভর্তি হতে হল কিংবা চিকিৎসার প্রয়োজনে হোক কিংবা বেড়ানোর ট্রিপ কোনো কারণে বাতিল হল, বিদেশে বেড়াতে যাওয়ার সময় বিমানের টিকিট বাতিল হল বা বিমানের যাত্রা বদলে গেল, এসব ক্ষেত্রে বিরাট আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়ক হবে ট্রাভেল বিমাই।
[আরও পড়ুনঃ Book Fair: আগামী বছর বইমেলা কবে? জানিয়ে দিল গিল্ড]
সোলো ট্রাভেল বা একা একা বেড়াতে গেলেও কেন করাবেন ট্রাভেল বিমা?
১) বিদেশে হোক কিংবা দেশে, চেনা হোক কিংবা অচেনা অজানা জায়গায় বেড়ানোর সময় ট্রাভেল বিমা আপনার রক্ষাকবচ হিসাবে কাজ করবে। একা বেড়াতে গেলে সবকিছু একা সামাল দেওয়া কঠিন। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে ট্রাভেল বিমা করা থাকলে নিশ্চিত ফিনান্সিয়াল কভারেজ মিলবে।
২) বেড়াতে গিয়ে অপ্রীতিকর অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়তে হতে পারে। বেড়ানোর ট্রিপ কোনো কারণে বাতিল হল। নির্দিষ্ট দিনে বিমানের যাত্রা বাতিল হল বা বদলে গেলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না
৩) বিমানবন্দরে ব্যাগ, জিনিসপত্র এমনকি পাসপোর্টও হারিয়ে ফেলেন অনেক। সেক্ষেত্রে সহায়ক হতে পারে বিমা সংস্থা।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]
সোলো ট্রাভেল করলে ট্রাভেল বিমা করানোর সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন?
১) বিভিন্ন সংস্থার বিমার পলিসি নিয়ে তুল্যমূল্য বিবেচনা করে বেছে নিন। সোলো ট্রাভেলের ক্ষেত্রে বিমা সংস্থা যাতায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত সাহায্য করবে কিনা দেখে নিন (solo traveller)।
২) বিমা ক্লেম বা দাবি করলে কত টাকা বিমা সংস্থা দেবে তা দেখে নিয়ে বেছে নিন সঠিক ট্রাভেল বিমা
৩) ট্রাভেল বিমা কেনার সময় কতদিনের বেড়ানোর মেয়াদ তা সম্পূর্ণ ভাবে জানান
৪) বিমার কভারেজের পরিমাণ যেন বেশি হয় সেদিকে নজর রাখুন। যত বেশি জিনিস বেড়ানোর সময় বিমার আওতায় আসবে তত বেশি সুবিধা আপনার। বিমার আওতায় কোনটা থাকবে আর কোনটা নয় তা পলিসি ভালো ভাবে পড়ে বুঝে নেবেন।