চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: মৌ বসু: গাছপালা আমরা সকলেই কমবেশি ভালোবাসি। প্রকৃতির সান্নিধ্যে থাকলে মন মেজাজ ভালো থাকে, শরীর সুস্থ থাকে। কিন্তু অনেক সময় বাগানে এমন কিছু গাছপালা থাকে যার জন্য বাড়িতে সাপের উপদ্রব বাড়ে। কিন্তু এমন কিছু গাছ রয়েছে যা থাকলে সাপ আসে না। সাপ সব সময় সে সব প্রজাতির গাছকে এড়িয়ে চলতে চায়।
আসুন দেখে নিই বাড়িতে নির্দিষ্ট কোন কোন গাছ থাকলে সাপের ঢোকা অনেকটা ঠেকানো সম্ভব
১) রসুন গাছ: সাপ তাড়ানোর বাস্তবসম্মত নানা উপায়ের মধ্যে অন্যতম হল রসুন গাছ। এই গাছে সালফোনিক অ্যাসিড থাকে বলে শক্তিশালী ঝাঁঝালো গন্ধ হয়। সাপ ঢোকে না।
২) পেঁয়াজ গাছ: বাড়িতে সাপের উপদ্রব কমাতে পেঁয়াজ গাছ লাগানো এক কার্যকর পদ্ধতি। পেঁয়াজ গাছেও রসুন গাছের মতো সালফোনিক অ্যাসিড থাকে। তাই ঝাঁঝালো গন্ধে পেঁয়াজ কাটলে চোখে জল আসে। সাপ সহ্য করতে পারে না এই অ্যাসিডের ঝাঁঝালো গন্ধ।
৩) সর্পগন্ধা: এই গাছের শেকড় হয় হলুদ বা বাদামি রঙের। গাছের পাতা উজ্জ্বল সবুজ রঙের হয়। সাপ সহ্য করতে পারে না এই গাছের গন্ধ।
৪) তুলসীগাছ: ঔষুধিগুণসম্পন্ন তুলসীগাছ বাড়িতে রাখলে সাপ, বিছে বাড়িতে ঢোকে না।
৫) লেমনগ্রাস: বাড়িতে লেমনগ্রাসের মতো ঘাস জাতীয় গাছ রাখলে তার গন্ধ সাপ সহ্য করতে পারে না। সাপ এমনকি মশাও পালাবে লেমনগ্রাসের গন্ধে।
৬) স্নেকপ্ল্যান্ট: স্নেকপ্ল্যান্টের মতো ইন্ডোর প্ল্যান্ট বাড়িতে রাখলে সাপ আসে না। কারণ এর গন্ধ বাড়ির আশপাশে সাপকে আসতে দেবে না।
৭) ক্যাকটাস: বাড়িতে ক্যাকটাস রাখলে সাপ দেখা যায় না। কারণ এর গন্ধই সাপদের বাড়িতে ঢুকতে দেবে না।