Bangla Jago Desk: পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর থানার অন্তর্গত ধেনুয়া গ্রামে মহালয়ার দিনে একদিনের দুর্গাপুজো আয়োজিত হয়। ১৯৭৩ সালে এই পুজোর সূত্রপাত হয়েছিল কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুরের হাত ধরে। কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুর ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত। তিনি গ্রামের উন্নতির জন্যও কাজ করতেন। বিশ্বাস করতেন, দুর্গাপুজো এমন এক ধর্মীয় অনুষ্ঠান যা গ্রামবাসীদের মধ্যে ঐক্য গড়ে তুলবে।
১৯৭৩ সালে কালীকৃষ্ণ সরস্বতী গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে মহালয়ায় একদিনের দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন। এরপর গ্রামবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে একটি ছোট মন্দির তৈরি করেন। সেইসময়ে মায়ের মূর্তি নিজেই তৈরি করেছিলেন তিনি।
কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুরের মৃত্যুর পর তাঁর পুত্র তরুণ সরস্বতী ঠাকুর এই পুজোর দায়িত্ব নেন। ধেনুয়া গ্রামে একদিনের এই দুর্গাপুজো জনপ্রিয় অনুষ্ঠান। প্রতিবছর হাজার হাজার মানুষ ধেনুয়া গ্রামে পুজো দেখতে আসেন। পুজোর পুজোর আচার-অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় গ্রামবাসীরাই।
Free Access