ad
ad

Breaking News

Heritage Sites

Heritage Sites: ইউনেসকোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’-এ জুড়ল ভারতের ৭টি জায়গা, তালিকায় কোনগুলি?

ইউনেসকোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’-এর সম্ভাব্য তালিকায় জুড়ল ভারতের সাতটি জায়গার নাম। ইউনেসকোয় ভারতীয় স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন, সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে এবং তার সংরক্ষণ এবং দেখাশোনা করার প্রতি ভারত যে অত্যন্ত যত্নশীল, এই সংযোজনের মাধ্যমে তারই আলোকপাত করা হচ্ছে।

Heritage Sites: Seven Indian Sites Added to UNESCO’s

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ইউনেসকোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’-এর সম্ভাব্য তালিকায় জুড়ল ভারতের সাতটি জায়গার নাম(Heritage Sites)। ইউনেসকোয় ভারতীয় স্থায়ী প্রতিনিধি জানিয়েছেন, সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে এবং তার সংরক্ষণ এবং দেখাশোনা করার প্রতি ভারত যে অত্যন্ত যত্নশীল, এই সংযোজনের মাধ্যমে তারই আলোকপাত করা হচ্ছে। 

আরও পড়ুনঃ প্রথম সন্তান আসছে ভিক্যাট-এর কোলে! জল্পনায় সিলমোহর দিয়ে কী বলছে ঘনিষ্ঠমহল?

‘ইন্ডিয়া অ্যাট ইউনেসকো’ ১২ সেপ্টেম্বর তাদের এক্স হ্যান্ডলে এই সংযোজনের কথা ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, ইউনেসকোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন’-এর সম্ভাব্য তালিকায় ভারতের সাতটি জায়গার নাম ঘোষণা করা হয়েছে(Heritage Sites)। এটি অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত।

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

কোন কোন জায়গাগুলিকে ইউনেসকোর ওই তালিকায় ঠাঁই দেওয়া হয়েছে, তারও উল্লেখ করেছেন ইউনেসকোয় ভারতের স্থায়ী প্রতিনিধি(Heritage Sites)। ওই সাতটি স্থানের মধ্যে রয়েছে- ডেকান ট্র্যাপ (পঞ্চগনি এবং মহাবালেশ্বর, মহারাষ্ট্র), জিওলজিক্যাল হেরিডেট অফ সেন্ট মেরি ‘জ় আইল্যান্ড ক্লাস্টার (উদুপি, কর্নাটক), মেঘালয়ান এজ কেভস (ইস্ট খাসি হিলস, মেঘালয়), নাগা হিল অফিওলাইট (কিপহিরে, নাগাল্যান্ড), ন্যাশনাল হেরিটেজ অফ এরা মাট্টি দিব্বালু (বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ), ন্যাচারাল হেরিটেজ অফ তিরুমালা হিলস (তিরুপতি, অন্ধ্রপ্রদেশ), ন্যাচারাল হেরিটেজ অফ ভারকালা (কেরল)। নতুন এই সাতটি নাম ঘোষণা করায় ইউনেসকোর সম্ভাব্য তালিকায় ‘হেরিটেজ সাইট’-এর সংখ্যা বেড়ে হল ৬৯।