চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: এক মহিলার গলার চামড়া ফুঁড়ে বেরিয়ে এল মাছের কাঁটা (Fish Bone)। এমন বিরলতম ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তাররাও অবাক ও স্তম্ভিত। এদিকে সমাজমাধ্যমে সেই ছবি ভাইরাল।
Fish bone pokes out from woman’s neck weeks after she accidentally swallowed it in Thailand pic.twitter.com/WVfhYfDvTr
— Curious6T9 (@Curious6T9) July 1, 2025
থাইল্যান্ডের এক বাসিন্দা সুরিয়ান বুপা-আরের স্ত্রী সাং-এর সঙ্গে এই ঘটনাটি ঘটেছে। কয়েক সপ্তাহ আগে দুপুরে মাছের স্যুপ খাওয়ার সময় একটি মাছের কাঁটা গলায় আটকে যায় সাং-এর। সঙ্গে সঙ্গেই তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। ঘরোয়া পদ্ধতিতে কাঁটাটি সরানোর চেষ্টা করা হয়। কিন্তু কাঁটা কিছুতেই নামে না(Fish Bone)।
[আরও পড়ুন: SSC Issue: নতুন পরীক্ষাবিধি কেন? এসএসসি ও রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের]
পরিস্থিতি জটিল হলে সাং স্থানীয় একটি হাসপাতালে যান। সেখানে এক্স-রে করা হলেও, কাঁটার কোনো চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসকেরা মনে করেন, হয়তো কাঁটা ইতিমধ্যে গলা থেকে নেমে গেছে কিংবা শরীর থেকেই বেরিয়ে গেছে। কিছু ওষুধ দিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
তবে সমস্যা থেকে যায়। দিন গড়িয়ে সপ্তাহ পার হলেও ব্যথা ও অস্বস্তি কমেনি। গলায় ফোলাভাব দেখা দেয়। দ্বিতীয়বার চিকিৎসকের শরণাপন্ন হলে আবারও পরীক্ষায় কিছু ধরা পড়ে না। থাইরয়েড সংক্রান্ত সমস্যা হতে পারে ভেবে কিছু ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয় তাঁকে। কিন্তু বাস্তবে ছিল আরও ভয়াবহ (Fish Bone)।
১৭ জুন সাং যখন ঘরেই গলায় মলম লাগাচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করেন তাঁর গলার চামড়ার নিচ থেকে কিছু একটা ঠেলে বেরিয়ে আসছে। ভালো করে তাকিয়ে দেখেন একটি ধারালো সাদা কাঁটার মতো কিছু তাঁর গলার পাশ দিয়ে ফুঁড়ে বেরোচ্ছে। আলতো চাপ দিতেই ভেতর থেকে বেরিয়ে আসে এক টুকরো মাছের কাঁটা!
তাঁর স্বামী এই দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেসবুকে পোস্ট করেন এবং লেখেন, “এটি দেখে মনে হবে শরীরের ভিতর থেকে কাঁটা নিজেই চামড়া ঠেলে বেরিয়ে এসেছে।”
এরপর তড়িঘড়ি করে তাঁরা আবার হাসপাতালে ছুটে যান। চিকিৎসকেরা অপারেশন করে সাং-এর গলার চামড়ার নিচ থেকে প্রায় ২ সেন্টিমিটার লম্বা একটি মাছের কাঁটা বের করে আনেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা এতদিনের ক্যারিয়ারে এমন ঘটনা আগে কখনও দেখেননি।
[আরও পড়ুন: SSC Issue: নতুন পরীক্ষাবিধি কেন? এসএসসি ও রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের]
সুরিয়ান তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “আমি এই ছবি ও গল্প শেয়ার করছি মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং সবাইকে সতর্ক করতে। মাছ খাওয়ার সময় সাবধান না হলে এমন বিপজ্জনক ঘটনা ঘটতেই পারে।”
এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানে একটি বিরল দৃষ্টান্ত হয়ে রইল, যেখানে এক্স-রে-তে ধরা না পড়লেও একটি কাঁটা ধীরে ধীরে শরীরের টিস্যু ভেদ করে বাইরে বেরিয়ে আসে। সাং বর্তমানে সুস্থ আছেন বলে জানানো হয়েছে।