সংগৃহীত
Bangla Jago Desk,Mou Basu: ঠক বাছতে গাঁ উজার হওয়ার জোগাড়। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুকের পর এবার ডাক বিভাগের নাম করেও শুরু হয়েছে আর্থিক জালিয়াতি। আবার India Post বা ভারতীয় ডাক বিভাগের নাম করে আর্থিক প্রতারণা করা শুরু হয়েছে। সম্প্রতি কিছু X পোস্টের মাধ্যমে এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে এসেছে।
[আরও পড়ুন: Smoking: ধূমপানের কারণে দাঁতের অবস্থা বেহাল হয়ে পড়ছে ? মেনে চলুন এই সহজ কিছু নিয়ম]
দেখা গেছে, প্রতারকেরা প্রথমে ব্যবহারকারীদের একটি এসএমএস পাঠায়, যা দেখে মনে হয় ডাক বিভাগ থেকে এসএমএসটি পাঠানো হয়েছে। আর সেই মেসেজে দাবি করা হয় যে, ব্যবহারকারী প্রেরিত প্যাকেজ হাবে পৌঁছেছে, কিন্তু অবিলম্বে ঠিকানা আপডেট না করলে প্যাকেজটি ফেরত পাঠানো হবে। এরসঙ্গে সেই মেসেজে একটি সন্দেহজনক লিঙ্ক দেওয়া হচ্ছে।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি ফ্যাক্ট চেক এই ধরনের মেসেজগুলিকে ভুয়ো হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও, জনসাধারণকে সতর্ক করে বলা হয়েছে, ভারতীয় ডাক বিভাগ কখনোই প্যাকেজ পৌঁছানোর সময় ঠিকানা আপডেটের জন্য এই ধরনের এসএমএস পাঠায় না।
তাই এই ধরনের জাল মেসেজ পেলে সতর্ক থাকুন। এই ধরনের মেসেজ পেলে সর্বদাই ক্রস চেক করুন। কারণ, India Post-এর তরফ থেকে আসা এসএমএসগুলি সাধারণত স্বীকৃত এবং ভেরিফাইড উৎস থেকে আসে। অজানা এবং সন্দেহজনক উৎস থেকে আসা এসএমএসে কোনো লিঙ্ক থাকলে সেটিতে ক্লিক করবেন না। সরাসরি ডাক বিভাগের অফিসিয়াল গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করুন অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন। সব সময় নিজের মোবাইলের অ্যাপ এবং সিকিউরিটি সফটওয়্যার আপডেট রাখুন।