ad
ad

Breaking News

হোয়াটসঅ্যাপ

কিভাবে খুলবেন হোয়াটস অ্যাপ চ্যানেল? দেখে নিন পদ্ধতি

Bangla Jago Desk: মেটার হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার। নাম হোয়াটসঅ্যাপ চ্যানেল। ফলোয়ারদের সঙ্গে সহজে যোগাযোগের জন্য় এই ফিচার। কমিউনিটির মতো নয় এটি। অনেকটাই একমুখী প্ল্যাটফর্ম। চ্যানেলে টেক্সট মেসেজ, ছবি, ভিডিও থেকে শুরু করে যে কোনও বার্তা এখানে দিতে পারবেন। তা নিমেষে পৌঁছে যাবে বহু সংখ্যক ফলোয়ারের কাছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল আদতে এটি One Way Broadcast Tool- […]

Bangla Jago Desk: মেটার হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার। নাম হোয়াটসঅ্যাপ চ্যানেল। ফলোয়ারদের সঙ্গে সহজে যোগাযোগের জন্য় এই ফিচার। কমিউনিটির মতো নয় এটি। অনেকটাই একমুখী প্ল্যাটফর্ম। চ্যানেলে টেক্সট মেসেজ, ছবি, ভিডিও থেকে শুরু করে যে কোনও বার্তা এখানে দিতে পারবেন। তা নিমেষে পৌঁছে যাবে বহু সংখ্যক ফলোয়ারের কাছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল আদতে এটি One Way Broadcast Tool- কম সময়ে বিপুল সংখ্যক দর্শকের কাছে বার্তা পৌঁছতে ব্যবহার করা যাবে এটি। তাহলে কিভাবে থুলবেন নিজের হোয়াটস অ্যাপ চ্যানেল?

 অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার নিয়ম 

১. অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন

২. আপডেট ট্যাবে যান

৩. প্লাস (+) আইকোন এ ট্যাপ করুন ও ‘নিউ চ্যানেল’ অপশনটি নির্বাচন করুন।

৪. ‘কনটিনিউ’ এ ট্যাপ করুন ও স্ক্রিনের নির্দেশনাগুলি অনুসরণ করুন।

৫. পছন্দ অনুযায়ী নাম দিয়ে চ্যানেলটি তৈরি করুন। প্রয়োজনে চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।

৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।

৭. সবশেষে ‘ক্রিয়েট চ্যানেল’ ট্যাপ করলে নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে।

আইফোনে যেভাবে খুলবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল

১. আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন

২. আপডেট ট্যাবে যান

৩. ‘ক্রিয়েট চ্যানেলে’ অপশনে ট্যাপ করুন

৪. ‘কনটিনিউ’ এ ট্যাপ করুন ও চ্যানেল তৈরির জন্য স্ক্রিনের নির্দেশনাগুলো অনুসরণ করুন।

৫. যেকোনো নাম দিয়ে চ্যানেল তৈরির প্রক্রিয়া শেষ করুন। চ্যানেলের নাম পরেও পরিবর্তন করা যাবে।

৬. আইকন ও ডিসক্রিপশন লেখার অপশন থাকলে এই ধাপে তা করা যাবে। তবে পরেও এই কাজটি করা যাবে।

৭. চ্যানেল তৈরি হয়ে গেলে সাবস্ক্রাইবারদের সঙ্গে আপডেট ও তথ্য শেয়ার করা শুরু করতে পারবেন।

নতুন চ্যানেল খোলার পর সহজে সাবস্ক্রাইবার যোগ করতে চ্যানেলের লিংক শেয়ার করতে হবে। চ্যানেলের লিংক পেতে ও শেয়ার করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

১. হোয়াটসঅ্যাপের চ্যানেলে ট্যাপ করুন

২. চ্যানেলের নাম সিলেক্ট করুন

৩. এ পর্যায়ে চ্যানেলের নাম দেখা যাবে। লিংক কপি করুন ও চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে লিংকটি শেয়ার করুন।

এই ফিচার এখনও নতুন তাই অনেক অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করার অপশন থাকলেও চ্যানেল তৈরি করার অপশন নাও থাকতে পারে। পুরোপুরি এই ফিচার সবার জন্য উন্মুক্ত হতে সময় লাগবে।