চিত্র- প্রতীকী
Bangla Jago Desk: মৌ বসু: ১) আড়ে বহরে বিশ্বের সবচেয়ে বড়ো বইমেলা বলে পরিচিত জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা। জার্মান ভাষায় বইমেলার নাম Buchmesse। প্রতি বছর অসংখ্য প্রকাশনী সংস্থা বইমেলায় যোগ দেয়। প্রতি বছর ৫ দিন ধরে চলে এই বইমেলা। প্রথম ৩ দিন বিভিন্ন পেশাদার সংস্থার জন্য নির্দিষ্ট থাকে এই বইমেলা। শেষ ২ দিন বইমেলার দরজা খুলে দেওয়া হয় সাধারণ বইপ্রেমীদের জন্য।
২) গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ও আমেরিকার সর্ববৃহৎ বইমেলা হল গুয়াদালাজারা আন্তর্জাতিক বইমেলা। স্প্যানিশ ভাষায় এই বইমেলার নাম Feria Internacional del Librio। ৯ দিন ধরে চলা এই বইমেলা স্প্যানিশ ভাষাভাষীদের কাছে বিশেষ আকর্ষণের।
৩) গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম শিশুদের জন্য বইমেলা বলে পরিচিত হল বোলোগনা চিল্ড্রেনস বুক ফেয়ার। এই বইমেলার অপর নাম La fiera del libro per ragazzi। ১৯৬৩ সাল থেকে হয়ে আসছে এই বইমেলা। ৪ দিন ধরে চলে এই বইমেলা।
৪) ২০০৯ সালে আমেরিকার দক্ষিণ অ্যারিজোনা প্রদেশে সাক্ষরতার হার বাড়ানোর উদ্দেশ্যে শুরু হয় টাকসন ফেস্টিভ্যাল অফ বুকস। ২ দিন ধরে চলে এই ওপেন এয়ার বইমেলা।
৫) ইউরোপের বইপ্রেমী, লেখক, প্রকাশকদের মক্কা বলে পরিচিত লন্ডন বুক ফেয়ার। অর্ধ শতাব্দী ধরে চলে আসছে লন্ডন বুক ফেয়ার। ৩ দিন ধরে চলে এই বইমেলা।
৬) আমেরিকার বৃহত্তম বইমেলা হল লস এঞ্জেলস টাইমস ফেস্টিভ্যাল অফ বুকস। ১৯৯৬ সাল থেকে শুরু হয় এই বইমেলা। ২ দিন ধরে চলে এই বইমেলা।
৭) ভারতের অন্যতম প্রাচীন বইমেলা হল নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার। ১৯৭২ সাল থেকে এই বইমেলার আয়োজন করে আসছে ন্যাশনাল বুক ট্রাস্ট
৮) নয়ের দশক থেকে শুরু হয় হংকং বইমেলা। হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল আয়োজিত এই বইমেলা আজ হংকংয়ের বার্ষিক বড়ো সাংস্কৃতিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।
৯) ফ্রাঙ্কফুর্ট বইমেলা ও আবু ধাবি অথরিটি ফর কালচার অ্যান্ড হেরিটেজের যৌথ উদ্যোগ আয়োজিত হয়ে আসছে আবু ধাবি আন্তর্জাতিক বইমেলা।