ad
ad

Breaking News

Breast Cancer

ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার বাঙালি বিজ্ঞানী দলের

Bangla Jago Desk: মৌ বসু : মেধাবী বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। প্রতি বছর বহু মানুষের প্রাণ যায় ব্রেস্ট ক্যানসারের মতো মারণরোগে। ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার করেছেন আইআইটি গুয়াহাটির অধ্যাপক দেবপ্রতিম দাস ও তাঁর গবেষক দলের পাশাপাশি কলকাতার বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দিরের কয়েক জন বাঙালি বিজ্ঞানী। তাঁরা […]

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: মৌ বসু : মেধাবী বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। প্রতি বছর বহু মানুষের প্রাণ যায় ব্রেস্ট ক্যানসারের মতো মারণরোগে। ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার করেছেন আইআইটি গুয়াহাটির অধ্যাপক দেবপ্রতিম দাস ও তাঁর গবেষক দলের পাশাপাশি কলকাতার বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দিরের কয়েক জন বাঙালি বিজ্ঞানী। তাঁরা ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় অত্যাধুনিক ইঞ্জেকটেবল হাইড্রোজেল তৈরি করেছেন। অভিনব এই হাইড্রোজেলের সাহায্যে ব্রেস্ট ক্যানসারের ওষুধ ভরে ইঞ্জেকশনের মাধ্যমে রোগীর শরীরে ঢোকানো যাবে।

রোগীর শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে হাইড্রোজেল ঢোকানোর পর তা ওষুধ নিয়ে গিয়ে একদম ক্যানসার সৃষ্টিকারী টিউমার ও কোষে গিয়ে আঘাত করবে। যাতে কোনো সমস্যা না হয় তার জন্য নির্দিষ্ট পরিমাণে ওষুধ বের হবে।

মারণ রোগ ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, চিরাচরিত চিকিৎসা পদ্ধতি যেমন অস্ত্রোপচার ও কেমোথেরাপি বা রেডিওথেরাপির অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। অনেক চিকিৎসক কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত থাকেন। রোগীর কষ্ট হয়। অনেক অঙ্গে ক্যানসার সৃষ্টিকারী টিউমার হলে তা সব সময় অস্ত্রোপচার করে বাদ দেওয়া যায় না। সেই সব ক্ষেত্রে হাইড্রোজেল সিস্টেম একেবারে সরাসরি আঘাত হানবে টিউমারের ওপর। জল ভিত্তিক হাইড্রোজেলের মাধ্যমে স্তন ক্যানসারের ক্ষেত্রে নিয়ন্ত্রিত ভাবে নির্দিষ্ট পরিমাণে ক্যানসারের ওষুধ শরীরে ঢোকানো হয়।
হাইড্রোজেল তৈরি করা হয়েছে প্রোটিনের বায়োডিগ্রেডেবল ও বায়োকম্প্যাটিবল কম্পোনেন্ট আল্ট্রা শর্ট পেপটাইড দিয়ে। ইঞ্জেকশনের মাধ্যমে হাইড্রোজেলের সাহায্যে ওষুধ ঢোকানোর পর ধীরে ধীরে সক্রিয় হয় টিউমার কোষে থাকা গ্লুটাথিয়ন নামক যৌগ। সক্রিয় হওয়ার পর ধীরে ধীরে নিয়ন্ত্রিত ভাবে নির্দিষ্ট পরিমাণে ওষুধ রিলিজ করে হাইড্রোজেল যাতে সুস্থ কোষের কোনো ক্ষতি না হয় আর পার্শ্বপ্রতিক্রিয়া কম হয়। হাইড্রোজেলের মাধ্যমে ওষুধ ঢুকিয়ে ব্রেস্ট ক্যানসারের টিউমারের আয়তন ১৮ দিনের মধ্যে ৭৫% কমে যায়। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির Materials Horizons জার্নালে।