চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk:আজ শনিবার, অনেক রাশির জাতক জাতিকাদের আজ শারীরিক সমস্যা হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকার উচ্চ রক্তচাপের কারণে কষ্ট পেতে পারেন। সিংহ রাশির জাতকরা গলার সমস্যায় ভুগতে পারেন। আজ অন্যান্য রাশির জাতক জাতিকাদের দিন কেমন কাটবে তা জানতে পড়ুন আজকের রাশিফল (Bengali Horoscope)।
মেষ রাশি: বন্ধুর কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনের স্বাস্থ্যের কারণে চিনতে চিন্তা। আপনি প্রতিবেশীর থেকে উপকার পেতে পারেন।
বৃষ রাশি: দীর্ঘদিন ধরে আটকে থাকার টাকা আজ পেতে পারেন। পুরনো বন্ধু থেকে আজ উপকার পেতে পারেন। তরল দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে।
মিথুন রাশি: চোখে সমস্যায় কষ্ট পাবেন মিথুন রাশির জাতকরা (Bengali Horoscope)। বিনা কারণে আজ দোষের ভাগই হতে হবে আপনাকে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবেন। ভ্রমণের কারনে সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে।
[আরও পড়ুনঃ Emiliano Martinez: মার্তিনেজের দলবদল ঘিরে গুঞ্জন, কোন ক্লাবে যেতে পারেন তিনি]
কর্কট রাশি: ক্ষুদ্র শিল্প থেকে খ্যাতি ও মুনাফা বাড়তে পারে। জন সেবামূলক কাজে আজ আপনার অর্থ ব্যয় হতে পারে। আজ উচ্চ রক্তচাপের সমস্যায় কষ্ট পাবেন।
সিংহ রাশি: কর্ম প্রার্থীরা আজ নতুন কাজ পেতে পারেন। আইনি গোলযোগ এড়িয়ে চলুন। উচ্চশিক্ষায় বা ধার মুখে পড়তে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় জটিলতা বাড়বে। আজ গলার সমস্যায় কষ্ট পেতে পারেন।
কন্যা রাশি: পারিবারিক সমস্যার স্থায়ী সমাধান পাবেন। ক্রনিক রোগের সমস্যা বাড়তে পারে। হঠকারী সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি: আজ আপনার শত্রুতা বৃদ্ধি পাবে তবে ক্ষতির সম্ভাবনা নেই। ঋণ দেওয়া ও ঋণ দেওয়া থেকে বিরত থাকুন। আজ অপ্রয়োজনীয় খরচ হতে পারে।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]
বৃশ্চিক রাশি: বাড়ির প্রবীণ সদস্যদের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে। আজ হজমের সমস্যায় কষ্ট পাবেন। প্রতিবেশীর কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।(Bengali Horoscope)
ধনু রাশি: আগুন থেকে সাবধানে থাকুন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পন্ন হবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়বে।
মকর রাশি: বাড়ি পরিবর্তনের যোগ রয়েছে। জল বাহিত রোগের সংক্রমণ বাড়বে। আচমকা অর্থ লাভ হওয়া সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি: গুরুজনের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। জন্তু থেকে সাবধানে থাকুন। অনহিতকর কাজে আজ অর্থ ব্যয় হবে।
মীন রাশি: উত্তরাধিকার সংক্রান্ত সম্পত্তির ভাগ নিয়ে ঝামেলা হতে পারে। ভুল চিকিৎসা হওয়ার আশঙ্কা রয়েছে। আপনি হিতৈষী ব্যক্তির সাহায্য পাবেন। বিয়ের কথা এগোতে পারে।