ad
ad

Breaking News

Viral Post

Viral Post: অমানবিক! কুকুরের লেজে বাজি জ্বালাল এক যুবক, দেখুন ভাইরাল ভিডিও

প্রকাশ্যে এল কলকাতার একটি অমানবিক ঘটনা।

Animal cruelty incident in Kolkata: Video of Kumbhir tied on back goes viral

সংগৃহীত

Bangla Jago Desk: প্রকাশ্যে এল একটি অমানবিক ঘটনা। সম্প্রতি একটি ভিডিও নেট পাড়ায় ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওকে কেন্দ্র করে নিন্দের ঝর উঠেছে সমাজমাধ্যমে। নিরীহ প্রাণীর প্রতি এমন নৃশংস ব্যবহার দেখে ক্ষিপ্ত নেটিজেনরা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে একটি কুকুরের লেজে বাজি বেঁধে আগুন জ্বালিয়ে দিতে দেখা যায় এক যুবককে। তার পর সেই বাজি বিস্ফোরণের ফলে ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে কুকুরটি। খবর পাওয়া গিয়েছে, কুকুরটি অনেক আঘাতও পেয়েছে। এই ভিডিও অতি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। আর নেটিজেনদের অনেকেই ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এখনও পর্যন্ত এই ঘটনাস্থল সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। নেটিজেনরা দাবি করছেন, যতক্ষণ না অভিযুক্তের পরিচয় জানা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভিডিওটি শেয়ার করতে থাকুন। ভিডিওতে আরও দেখা যায়, এক যুবক কুকুরের কান ধরে তাকে ধরে রেখেছে, আর অপর যুবক বাজি জ্বালাচ্ছে।

বাজির বিস্ফোরণের সময় কুকুরটি ভয়ে পালাতে শুরু করে। সামাজিক মাধ্যমে অনেকেই এই ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে একই ধরনের শাস্তির দাবি করছেন।

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, “এমন বর্বরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এই নিরপরাধ প্রাণীটির কোন দোষ ছিল? যদি একই বাজি তার পিঠে বাঁধা হয়, তাহলে সে বুঝবে কেমন কষ্ট হয়। যদি এই যুবককে কোথাও পাওয়া যায়, তাহলে তাকে পুলিশে দিয়ে দিন। RT করুন যতক্ষণ না তাকে গ্রেফতার করা হচ্ছে।”

পেটা ইন্ডিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছে, “দয়া করে আমাদের জরুরি নম্বরে 98201 22602-এ কল করুন এবং ঘটনার বিস্তারিত তথ্য দিন অথবা আপনার যোগাযোগের তথ্য দিন যাতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি।”