চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ। তিনি একটি পডকাস্ট সাক্ষাত্কারে বলেছেন, আরও বেশি সংখ্যক যুবকদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত। পাশাপাশি তিনি আরও বলেন, উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়, মিশন নিয়ে রাজনীতিতে আসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটি ছিল প্রথম পডকাস্ট সাক্ষাত্কার, যা জোরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ নিয়েছেন। বৃহস্পতিবার তিনি এই পডকাস্টের ট্রেলার লঞ্চ করেন।
পডকাস্টটির ২ মিনিট ১৪ সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই তরুণদের রাজনীতিতে আসার কথা বলেছেন মোদি। পাশাপাশি পডকাস্টে প্রচারিত তাঁর আরও একটি বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন উঠেছে। যেখানে তিনি বলেছেন, ‘ভগবান নই, আমি মানুষই।’ সম্পূর্ণ সাক্ষাৎকারটি অবশ্য এখনও প্রকাশিত হয়নি। সেখানেই মোদীর ‘ভগবান নই’ মন্তব্য নজর কেড়েছে। অনেকের মনে পড়ে যাচ্ছে লোকসভা ভোটের আগে মোদির করা সেই মন্তব্য, যেখানে তিনি বলছেন, ‘এ বিষয়ে নিশ্চিত যে আমার জন্ম জৈবিক ভাবে হয়নি। পরমাত্মা আমাকে পাঠিয়েছেন। বিশেষ কোনও কাজ করার জন্য আমায় পাঠানো হয়েছে।’ তাঁর সেই মন্তব্য নিয়ে সেই সময় শোরগোল পড়ে গিয়েছিল। বিরোধী দলগুলি আক্রমণ শানিয়েছিল তাঁকে।
প্রথম পডকাস্ট সাক্ষাত্কারে, মোদি প্রধানমন্ত্রী হিসাবে তাঁর মেয়াদ, বিশ্বের বর্তমান পরিস্থিতি এবং তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ও ভারতের অবস্থান এবং রাজনীতিতে যুবদের অংশগ্রহণ সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। এই পডকাস্টে, প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটি আমার প্রথম পডকাস্ট, আমি জানি না জনগণ এটি পছন্দ করবে কি না।’
একই সঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়, আজকের সময়ে রাজনীতিতে আসতে চাইলে একজন তরুণের কী কী গুণ থাকা উচিত? এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভাল মানুষের রাজনীতিতে আসা উচিত। তরুণদের উচিত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়, মিশন নিয়ে রাজনীতিতে আসা। তিনি আরও বলেন, ‘আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম, তখন আমার একটা বক্তৃতা ছিল, যেটাতে আমি বলেছিলাম যে ভুল হয়, ভুল যে হয় না তা নয়। এটা সবার সঙ্গে হয়, আমার সঙ্গেও হয়। আমি দেবতা নই।’
পডকাস্টে নমোকে প্রশ্ন করা হয়েছিল, আজ মনে হচ্ছে সারা বিশ্ব যুদ্ধে ঘেরা। তখন প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধের এই পরিস্থিতিতে আমি সবসময় বলে আসছি আমরা নিরপেক্ষ নই, শান্তির পক্ষে।’ তাঁর মেয়াদ সম্পর্কিত প্রশ্নগুলি নিয়ে মোদি বলেছেন, ‘প্রথম মেয়াদে জনগণ আমাকে বোঝার চেষ্টা করেছিল এবং আমিও দিল্লিকে বোঝার চেষ্টা করছিলাম।’
এক্সে পডকাস্ট সাক্ষাত্কারটি ভাগ করে নেওয়ার সময়, নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আমি আশা করি আপনারা সকলেই এটি উপভোগ করেছেন।’