সংগৃহীত
Bangla Jago Desk: ফের শিরোনামে যোগী রাজ্যে উত্তরপ্রদেশে। নৃশংসতার চরমসীমা পার, অ্যাম্বুলেন্স এর ভিতরে মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ। বাধা দিতে গেলে অভিযুক্তরা চড়াও হন ওই মহিলা এবং তার অসুস্থ স্বামীর ওপর। এমনকি তাদের অ্যাম্বুলেন্স থেকে রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
[আরও পড়ুন: ফের শিরোনামে যোগী রাজ্য! অ্যাম্বুলেন্সের ভিতরে শ্লীলতাহানির শিকার গৃহবধূ]
পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার। নির্যাতিতা মহিলা তার অসুস্থ স্বামীকে বস্তি মেডিক্যাল কলেজে ভর্তি করেন । কিন্তু তার স্বামীর অবস্থার অবনতি হলে, বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাম্বুলেন্সে তার স্বামীকে নিয়ে বাড়ি যাওয়ার সময় মাঝপথে চড়াও হয় চালক এবং তার সঙ্গী। মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। মহিলা বাধা দিতে গেলে তার স্বামীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়।
এমনকি নির্যাতিতা মহিলা এবং তার অসুস্থ স্বামীকে গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এর ফলে গুরুতর জখম হয় তার স্বামী। নির্যাতিতা মহিলা তার ভাইকে ফোন করে পুরো ঘটনা জানান। নির্যাতিতা মহিলার ভাই পুলিশকে জানালে পুলিশ এসে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নির্যাতিতার স্বামীর মৃত্যু হয়। নির্যাতিতা মহিলা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তার অভিযোগ পুলিশ অভিযুক্তদের ধরার কোনো ব্যবস্থা নেয়নি। এই নিশংস ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে যোগী রাজ্যে। এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা।
[আরও পড়ুন: Anushka Sharma: অনুষ্কার জীবনে বড় পরিবর্তন! দেশে ফিরে ভামিকাকে নিয়ে কী বললেন নায়িকা?]
শ্লীলতাহানির ঘটনায় এক্স হ্যান্ডেলে সরব হয়েছে তৃণমূল। এক্স হ্যান্ডেলে লেখেন “উত্তরপ্রদেশের কোথাও মহিলারা সুরক্ষিত নয়, এমনকী মুমূর্ষু স্বামীকে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের ভিতরেও।” পাশাপাশি পোস্টে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে ট্যাগ করে লেখা হয়েছে “আপনারা কি এই বোনটির জন্যও মোমবাতি জ্বালাবেন? নাকি বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের নিয়ে ভাবছেন না?”