চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ভারতে একের পর এক শিশু মৃত্যুর ঘটনার জেরে এবার কফ সিরাপ প্রস্তুতকারী সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থাটি ভারতে তৈরি তিনটি সংস্থার কফ সিরাপের বিষয়ে আন্তর্জাতিক স্তরে সতর্কবার্তা জারি করেছে। এই তালিকায় রয়েছে সেই ‘ঘাতক’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’, যার কারণে মধ্যপ্রদেশ ও রাজস্থানে কমপক্ষে ২২ জন শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়া তালিকায় আছে রেসপিফ্রেশ টিআর (RespiFresh TR) এবং রিলাইফ (Relief) (Toxic Syrup)।
আরও পড়ুনঃ বিহার ভোট: আসন নিয়ে দড়ি টানাটানি শেষ, কে কত আসনে লড়বে?
WHO জানিয়েছে, নিম্নমানের এই তিনটি কফ সিরাপ প্রস্তুতকারী সংস্থাগুলি হল যথাক্রমে শ্রীসান ফার্মাসিউটিক্যালস, রেডনেক্স ফার্মাসিউটিক্যালস এবং শেপ ফার্মা। সতর্কবার্তায় বলা হয়েছে, এই সিরাপগুলি শিশুদের জন্য মারাত্মক অসুস্থতা বা প্রাণহানীর কারণ হতে পারে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই ওষুধগুলিকে অত্যন্ত বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশ দিয়েছে, এই সিরাপগুলি দেশের কোথাও দেখা গেলে অবিলম্বে যেন স্বাস্থ্য সংস্থাগুলিকে জানানো হয় (Toxic Syrup)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
এদিকে, দেশের স্বাস্থ্য সংস্থা ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (CDSCO) WHO-কে এই বিষয়ে অবগত করেছে। তারা জানিয়েছে, গত সপ্তাহে এই সিরাপগুলি খাওয়ার কারণে ৫ বছরের কম বয়সী ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে CDSCO বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আশ্বস্ত করে জানিয়েছে যে, এই বিপজ্জনক সিরাপগুলি ভারত থেকে কোথাও রপ্তানি করা হয়নি এবং অবৈধভাবে রপ্তানিরও কোনো প্রমাণ পাওয়া যায়নি (Toxic Syrup)।