ad
ad

Breaking News

Wayanad

ওয়ানাডে মৃত্যু মিছিল অব্যাহত, বিধ্বস্ত এলাকায় তৃণমূল সাংসদরা

প্রবল বর্ষণের জেরে ভূমিধসে বিপর্যস্ত কেরালার ওয়েনাড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ওয়ানাডে পৌঁছন তৃণমূল সাংসদ সাকেত গোখলে ও সুস্মিতা দেব।

Wayanad death march continues Trinamool MPs in devastated areas

Bangla Jago Desk: প্রবল বর্ষণের জেরে ভূমিধসে বিপর্যস্ত কেরালার ওয়েনাড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ওয়ানাডে পৌঁছন তৃণমূল সাংসদ সাকেত গোখলে ও সুস্মিতা দেব। ওয়ানাডে মৃতের সংখ্যা সাড়ে ৩০০ জনের বেশি। ওয়ানাডে আটকে রয়েছেন রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের ঘরে ফেরাতেই যুদ্ধকালীন তৎপরতা নবান্নের। 

লাগাতার প্রবল বর্ষণের জেরে ভূমিধসে বিপর্যস্ত কেরালার ওয়েনাড।ওয়ানাডে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩০০ জনের বেশি। সেখানে আটকে রয়েছেন রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক। আটক পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। তাঁদের ঘরে ফেরাতেই যুদ্ধকালীন তৎপরতা নবান্নের। 

[আরও পড়ুনঃ মাজদিয়া রেলবাজার প্রাথমিক বিদ্যালয়ে বাগানের সবজি দিয়েই করা হচ্ছে মিড ডে মিল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ওয়ানাডে পৌঁছন তৃণমূল সাংসদ সাকেত গোখলে ও সুস্মিতা দেব। শনিবার তৃণমূলের প্রতিনিধি দল ওয়ানাডের বিভিন্ন রিলিফ ক্যাম্পে যান। রবিবারও তাঁরা বিভিন্ন রিলিফ ক্যাম্পে যাবেন। এছাড়া বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর ব্যপারেও ওয়ানাডের স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলছেন তৃণমূলের প্রতিনিধি দল। ফিরে এসে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন বাংলার সাংসদরা।

কেরলে পৌঁছে এক্স হ্যান্ডলে তৃণমূল সাংসদ সাকেত গোখলে লিখেছেন “এই দুর্যোগ মর্মান্তিক, বিধ্বংসী। আমরা এখানে এসেছি আটকে পড়া শ্রমিকদের পাশে দাঁড়াতে। তাঁদের জানাতে যে পাশে আছি আমরা, গোটা বাংলা।” তৃণমূল সাংসদরা আটকে পড়া বাংলার শ্রমিকদের আশ্বাস দিয়েছেন রাজ্যে ফেরানোর ব্যপারে সব রকম ব্যবস্থা করছে রাজ্য সরকার।

[আরও পড়ুনঃ Kajol Nodir Jole Promo: নতুন সিরিয়ালের প্রোমো  ঘিরে কটাক্ষ, ‘ফাগুন বউ’-এর কপি?  উঠছে প্রশ্ন

ওয়ানাডে এখনও ভয়াবহ পরিস্থিতি। কেরলের স্বাস্থ্যমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শনিবার দুপুর পর্যন্ত ৩৫৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এখনও উদ্ধারকাজ অব্যাহত, সহস্রাধিক উদ্ধারকর্মী কাজ করে চলেছেন।